What natural element reflects Lear’s inner turmoil during the play?
A
Fire
B
Earthquake
C
Storm
D
Snow
উত্তরের বিবরণ
রাজা লিয়ারের মানসিক যন্ত্রণাকে প্রতীকীভাবে প্রকাশ করতে ঝড়ের দৃশ্য ব্যবহার করা হয়েছে। ঝড় তার অন্তরের বিশৃঙ্খলা, ক্রোধ ও অসহায়তাকে প্রতিফলিত করে। এই দৃশ্যটি নাটকের এক আবেগঘন মুহূর্ত, যেখানে প্রকৃতি ও মানব অনুভূতির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়।

0
Updated: 2 months ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 months ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

1
Updated: 2 months ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 2 months ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 2 months ago
What is Hecate’s complaint to the witches?
Created: 2 months ago
A
They have misled Macbeth
B
They involved themselves without her permission
C
They delayed giving prophecies
D
They revealed too much to Banquo
Hecate, জাদুবিদ্যার দেবী, রেগে যায় কারণ ডাইনিরা তার অনুমতি ছাড়া Macbeth-এর সঙ্গে যোগাযোগ করেছে। সে Macbeth-কে ধ্বংসের পথে চালিত করার জন্য নতুন বিভ্রান্তিকর দর্শন দেওয়ার পরিকল্পনা করে।

3
Updated: 2 months ago