Who disguises himself as “Poor Tom” in King Lear?
A
Kent
B
Edgar
C
Albany
D
Oswald
উত্তরের বিবরণ
King Lear-এ এডগার নিজেকে বাঁচাতে এবং গ্লস্টারকে সাহায্য করতে “Poor Tom” নামে এক পাগলের ছদ্মবেশ নেয়। এই ছদ্মবেশের মাধ্যমে সে নাটকের অন্ধকার পরিস্থিতিতে বেঁচে থাকে এবং পরবর্তীতে সত্য প্রকাশ করে তার বাবাকে ও রাজাকে সহায়তা করে।

0
Updated: 2 months ago
Which one of Lear's counsellors reprimands the king for exiling his daughter?
Created: 1 week ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Kent
D
Edmund
The Earl of Kent ছিলেন রাজা Lear-এর সবচেয়ে বিশ্বস্ত ও সৎ উপদেষ্টা। যখন Lear হঠাৎ করে Cordelia-কে তার প্রতি ভালোবাসা প্রকাশ না করার কারণে নির্বাসিত করেন, তখন Kent সাহসিকতার সঙ্গে রাজাকে এই অন্যায় ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের জন্য তিরস্কার করেন।
তিনি একমাত্র ব্যক্তি যিনি রাজাকে সরাসরি বলেন যে এই আচরণ রাজকীয় মর্যাদার পরিপন্থী এবং Cordelia-র প্রতি অন্যায়। Kent-এর এই স্পষ্টবাদিতা ও আনুগত্যের জন্যই Lear তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন।
এভাবে Kent-এর চরিত্র Shakespeare-এর নাটকে loyalty, courage এবং moral integrity-র প্রতীক হিসেবে প্রকাশ পায়। তিনি নির্বাসনের পরও রাজাকে সাহায্য করতে ছদ্মবেশে ফিরে আসেন, যা তার সত্যিকার বিশ্বস্ততার প্রমাণ।

0
Updated: 1 week ago
Why does Hamlet delay in killing Claudius?
Created: 2 months ago
A
He lacks proof of guilt
B
He is afraid of punishment
C
He is indecisive and overthinks
D
He waits for his mother’s consent
হ্যামলেটের মূল ট্র্যাজিক ত্রুটি হলো দ্বিধা। সে প্রতিশোধ নিতে চাইলেও অতিরিক্ত চিন্তা ও সন্দেহের কারণে বারবার দেরি করে। এই বিলম্ব নাটকের ট্র্যাজিক গতি বাড়ায় এবং শেষে ভয়াবহ মৃত্যুর দৃশ্য তৈরি করে।

0
Updated: 2 months ago
Why does Othello go to Cyprus after his marriage?
Created: 2 months ago
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 2 months ago