Why does King Lear banish Cordelia?
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
উত্তরের বিবরণ
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 months ago
What does Gonzalo dream of on the island?
Created: 2 months ago
A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

2
Updated: 2 months ago
Othello's tragic flaw is:
Created: 1 month ago
A
Ambition
B
Pride
C
Greed
D
Jealousy
ওথেলোর ঈর্ষা হলো সেই প্রবল আবেগ যা ইয়াগো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। একবার “green-eyed monster” তার উপর দখল করলে, এটি তাকে এক মহৎ, বাগ্মী সেনাপতি থেকে অযৌক্তিক, হিংস্র এবং মানসিক যন্ত্রণায় ভুগা মানুষে রূপান্তরিত করে।
তার ঈর্ষাই তাকে সকল প্রমাণ ভুলভাবে ব্যাখ্যা করতে, বিশ্বস্ত স্ত্রীর প্রতি সন্দেহ করতে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে প্ররোচিত করে। নাটকের দ্বিতীয়ার্ধ মূলত তার ঈর্ষাতাপস্মা ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হওয়ার চরম চিত্র।

0
Updated: 3 weeks ago
Which character is banished by Lear at the beginning of the play for defending Cordelia?
Created: 3 weeks ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Gloucester
D
The Earl of Kent
When Lear disowns Cordelia কারণ সে সৎ কিন্তু সরল উত্তর দেয়, তখন তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, Earl of Kent, speaks up against the King's rashness এবং injustice. Lear এই চ্যালেঞ্জে ক্ষিপ্ত হয়ে Kent-কে রাজ্য থেকে banish করে।
-
Lear Cordelia-এর প্রতি তার সততা বুঝতে ব্যর্থ হয়।
-
Kent তার রাজ্যের প্রতি দায়িত্ববোধ এবং নিষ্ঠা দেখিয়ে রাজাকে সতর্ক করে।
-
Lear-এর গর্জন ও রোষ Kent-এর জন্য পরিণতি হিসেবে নির্বাসন আনে।

0
Updated: 3 weeks ago