A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
উত্তরের বিবরণ
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 weeks ago
Who is Ferdinand in the play?
Created: 2 weeks ago
A
King of Naples
B
Duke of Milan
C
Prince of Naples
D
Servant of Prospero
Ferdinand হলো Alonso, রাজা নেপলসের ছেলে। ঝড়ের পর সে Miranda-র সঙ্গে দ্বীপে দেখা পায় এবং প্রেমে পড়ে। তাদের বিবাহ নাটকে নতুন সূচনা ও রাজনৈতিক মিলনের প্রতীক। Ferdinand ও Miranda-র সম্পর্ক নাটকের আশাবাদী সমাপ্তিকে শক্তিশালী করে।

1
Updated: 2 weeks ago
Who discovers King Duncan’s murder?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।

0
Updated: 2 weeks ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 3 weeks ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 3 weeks ago