What is the meaning of Hamlet’s famous line “To be, or not to be”?
A
Deciding whether to love
B
Planning revenge
C
Choosing between life and death
D
Doubting friendship
উত্তরের বিবরণ
“To be, or not to be” হ্যামলেটের বিখ্যাত স্বগতোক্তি, যেখানে সে জীবনের অর্থ ও মৃত্যুর আকর্ষণ নিয়ে ভাবছে। সে যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা এবং মৃত্যু দ্বারা মুক্তির সম্ভাবনা—দুইয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এটি নাটকের অস্তিত্ববাদী থিমকে তুলে ধরে।

0
Updated: 2 months ago
How does Gertrude die?
Created: 2 months ago
A
Stabbed
B
Poisoned by Claudius
C
Drinks poisoned wine meant for Hamlet
D
Commits suicide
দ্বন্দ্বযুদ্ধের সময় Gertrude ভুলবশত সেই মদ পান করে, যা Claudius Hamlet-কে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছিল। তার মৃত্যু নাটকের ট্র্যাজিক সমাপ্তিকে আরও করুণ করে তোলে।

1
Updated: 2 months ago
Othello is Shakespeare’s play about-
Created: 2 months ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
William Shakespeare রচিত বিখ্যাত tragedy সমূহের মধ্যে অন্যতম হলো Othello । Othello নাটকের প্রধান রচিত্র-Othello ছিলের ভেনিসের সেনাপতি। Othello ছিলেন একজন Moor (উত্তর-পশ্চিম আফ্রিকার আরব ও বার্বার জাতির মিশ্রণ থেকে উদ্ভূত জনগোষ্ঠী)। Othello নিজ স্ত্রী Desdemona-কে সন্দেহপূর্বক হত্যা করে এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে বুকে ছুরি বসিয়ে আত্মহত্যা করে; এর মাধ্যমেই নাটকটি tragedy রূপ লাভ করে।

1
Updated: 2 months ago
How does Claudius reveal his guilt?
Created: 3 weeks ago
A
Through his reaction during “The Mousetrap” play
B
By consulting with Polonius
C
By confessing to Hamlet directly
D
By writing a letter to Laertes
ক্লডিয়াসের অপরাধ “The Mousetrap” নাটকের মাধ্যমে প্রকাশ পায়। হ্যামলেট তার পিতার হত্যার দৃশ্য নাটকের মধ্যে পুনঃউপস্থাপন করে। ক্লডিয়াসের অস্বস্তি, নাটক বন্ধ করার চেষ্টা এবং অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া তার অপরাধকে স্পষ্ট করে।
নাটকটি মনস্তাত্ত্বিক প্রমাণ হিসেবে কাজ করে। ক্লডিয়াসের ভয় তার অপরাধের স্বীকৃতি দেয়। এটি নাটকের টেনশন এবং সাসপেন্স বাড়ায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন চরিত্রের প্রতিক্রিয়া প্রমাণের চেয়ে শক্তিশালী হতে পারে। ফলস্বরূপ, ক্লডিয়াসের অপরাধ নিশ্চিত হওয়ার পরে হ্যামলেট প্রতিশোধের পথে এগোতে পারে।

0
Updated: 3 weeks ago