A
Deciding whether to love
B
Planning revenge
C
Choosing between life and death
D
Doubting friendship
উত্তরের বিবরণ
“To be, or not to be” হ্যামলেটের বিখ্যাত স্বগতোক্তি, যেখানে সে জীবনের অর্থ ও মৃত্যুর আকর্ষণ নিয়ে ভাবছে। সে যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা এবং মৃত্যু দ্বারা মুক্তির সম্ভাবনা—দুইয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এটি নাটকের অস্তিত্ববাদী থিমকে তুলে ধরে।

0
Updated: 2 weeks ago
What is the ultimate fate of King Lear?
Created: 2 weeks ago
A
He kills himself
B
He dies grieving over Cordelia’s death
C
He is murdered by Goneril
D
He becomes king again
Lear Cordelia-কে বাঁচাতে ব্যর্থ হয়। তার মৃত্যুর শোকে Lear নিজেও মারা যায়। এই সমাপ্তি ট্র্যাজিক হিরোর পতন এবং মানবীয় বেদনার চূড়ান্ত রূপ প্রকাশ করে। নাটকটি করুণা ও ভয় জাগানোর মাধ্যমে সমাপ্ত হয়।

1
Updated: 2 weeks ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ – who said this?
Created: 3 weeks ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
উল্লিখিত চরণটি William Shakespeare রচিত বিখ্যাত নাটক 'Romeo and Juliet' এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র Juliet কর্তৃক বিবৃত। চরণটি দ্বারা নাম কিংবা বংশখ্যাতি উপেক্ষা করে Romeo এর প্রতি Juliet-এর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে।

1
Updated: 3 weeks ago
Who gives Macbeth the prophecy of becoming king?
Created: 3 weeks ago
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 3 weeks ago