Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
উত্তরের বিবরণ
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 2 months ago
Who says the famous line “O, beware, my lord, of jealousy”?
Created: 2 months ago
A
Othello
B
Iago
C
Cassio
D
Roderigo
এই উক্তি Iago করে ওথেলোকে সতর্ক করার ভান করে। আসলে সে কৌশলে ঈর্ষার বিষ ঢুকিয়ে দেয় ওথেলোর মনে। এই লাইনটি নাটকের থিম “jealousy is the green-eyed monster” কে সামনে আনে এবং ট্র্যাজিক পরিণতির ভিত্তি তৈরি করে।

0
Updated: 2 months ago
What is Hecate’s complaint to the witches?
Created: 2 months ago
A
They have misled Macbeth
B
They involved themselves without her permission
C
They delayed giving prophecies
D
They revealed too much to Banquo
Hecate, জাদুবিদ্যার দেবী, রেগে যায় কারণ ডাইনিরা তার অনুমতি ছাড়া Macbeth-এর সঙ্গে যোগাযোগ করেছে। সে Macbeth-কে ধ্বংসের পথে চালিত করার জন্য নতুন বিভ্রান্তিকর দর্শন দেওয়ার পরিকল্পনা করে।

3
Updated: 2 months ago
Which of the following is the swan song of William Shakespeare?
Created: 1 week ago
A
As You Like It
B
Hamlet
C
The Tempest
D
Julius Caesar
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ একক রচনা, যাকে প্রায়ই তাঁর “swan song” বা শেষ সৃষ্টিশীল বিদায়বার্তা হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্য সমালোচক মনে করেন, Shakespeare এই নাটকের মাধ্যমে থিয়েটার জগত থেকে তাঁর বিদায় ও আত্মসমর্পণের প্রতীকী অভিব্যক্তি প্রকাশ করেছেন। নাটকটির মূল সুরে বিদায়, ক্ষমা, পুনর্মিলন ও মানবতার জাগরণ ফুটে উঠেছে।
The Tempest একটি পাঁচ অঙ্কের নাটক, যা প্রথম লেখা ও অভিনীত হয় ১৬১১ সালের দিকে, এবং পরবর্তীতে ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়। এতে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা, ন্যায়বিচার ও পুনর্মিলনের বিষয়গুলো শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।
Main Characters:
-
Prospero – Milan-এর Duke; নাটকের কেন্দ্রীয় চরিত্র।
-
Miranda – Prospero-র কন্যা ও নাটকের নায়িকা।
-
Ariel – অতিপ্রাকৃত সত্তা; শুভ চরিত্র।
-
Caliban – অতিপ্রাকৃত সত্তা; অসৎ বা দুষ্ট প্রকৃতির।
-
Antonio – Prospero-র ভাই ও নাটকের খলনায়ক।
-
Ferdinand – নায়ক; Miranda-র প্রেমিক।
-
Gonzalo – একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ উপদেষ্টা।
Famous Quotes from The Tempest:
-
“Misery acquaints a man with strange bed-fellows.”
-
“What's past is prologue.”
-
“How beauteous mankind is! O brave new world,
That has such people in’t!” -
“We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.”
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন কবি, নাট্যকার ও অভিনেতা; ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত।
-
তাঁর রচনায় মানবজীবনের আবেগ, সংঘাত, প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও মানবিক দুর্বলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।
-
Shakespeare ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, কাব্যিক কল্পনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী, যা তাঁর নাটককে যুগান্তকারী করে তুলেছে।
-
তাঁর ভাষা, রূপক ও চিত্রকল্প এমনভাবে গঠিত যে পাঠক ও দর্শক সহজেই আবেগে সম্পৃক্ত হন।
-
তাঁর সৃষ্ট চরিত্রগুলো মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে ভাবায়, সহানুভূতি জাগায় ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।
Notable Works of William Shakespeare:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1–3
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost

0
Updated: 1 week ago