A
ফ্লোরিডা
B
পক
C
জিব্রাল্টার
D
বেরিং
উত্তরের বিবরণ
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- প্রণালিটির গড় গভীরতা ৯৮ থেকে ১৬৪ ফুট (৩০ থেকে ৫০ মিটার)।
- এর প্রশস্ততা প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি।
অন্যদিকে,
জিব্রাল্টার প্রণালী:
- এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
- এই প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
- এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে যুক্ত করেছে।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago