হপ্তপয়কর' গ্রন্থটি রচনা করেন কে?
A
ফকির গরীবুল্লাহ
B
আলাওল
C
সৈয়দ সুলতান
D
সৈয়দ হামজা
উত্তরের বিবরণ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 2 months ago
'মৈমনসিংহ গীতিকা' সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯১৯ সালে
B
১৯২১ সালে
C
১৯২৩ সালে
D
১৯২৬ সালে
• মৈমনসিংহ গীতিকা:
-
এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
-
এ পালাগানগুলো সম্পাদনা করে 'মৈমনসিংহ গীতিকা' ১৯২৩ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন।
-
গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
কাজী নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
রিক্তের বেদন
B
শিউলিমালা
C
ব্যথার দান
D
বাউন্ডেলের আত্মকাহিনী
ব্যথার দান গল্পগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এতে মোট ছয়টি গল্প সংকলিত হয়। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
গ্রন্থভুক্ত গল্পগুলো
-
ব্যথার দান
-
হেনা
-
অতৃপ্ত কামনা
-
বাদল-বরিষণে
-
ঘুমের ঘোরে
-
রাজবন্দীর চিঠি
কাজী নজরুল ইসলাম
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
বিখ্যাত গল্পগ্রন্থগুলো
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা

0
Updated: 2 weeks ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি?
Created: 1 month ago
A
পরিণীতা
B
বিলাসী
C
চন্দ্রনাথ
D
গৃহদাহ
বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প। এ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। বিলাসী গল্পের ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর নিজের ছায়াপাত ঘটিয়েছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত তথ্য
-
তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির।
-
তিনি ‘মন্দির’ গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর রাজনৈতিক উপন্যাস পথের দাবী (১৯২৬) ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 1 month ago