A
সংস্কৃত
B
উর্দু
C
ফারসি
D
আরবি
উত্তরের বিবরণ
‘ইউসুফ-জোলেখা’ কাব্য
‘ইউসুফ-জোলেখা’ একটি কাহিনি-নির্ভর কাব্যগ্রন্থ, যার রচয়িতা শাহ মুহম্মদ সগীর। এটি ফারসি ভাষা থেকে অনূদিত।
প্রমাণ থেকে জানা যায়, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) এ কাব্য রচিত হয়। সে বিচারে এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছিলেন।
এটি মূলত একটি অনুবাদ কাব্য, যা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।

0
Updated: 2 weeks ago
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Created: 4 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
স্বর্ণকুমারী দেবী
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, ইত্যাদি।

0
Updated: 4 days ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 2 weeks ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 2 weeks ago
‘মন্দির ও মসজিদ’ গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
ফররুখ আহমদ
B
কাজী নজরুল ইসলাম
C
কায়কোবাদ
D
মীর মশাররফ হোসেন
‘মন্দির ও মসজিদ’
-
কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি।
-
অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থসমূহ
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
-
মন্দির ও মসজিদ
-
আমি সৈনিক

0
Updated: 1 week ago