‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে?
A
সংস্কৃত
B
উর্দু
C
ফারসি
D
আরবি
উত্তরের বিবরণ
‘ইউসুফ-জোলেখা’ কাব্য
‘ইউসুফ-জোলেখা’ একটি কাহিনি-নির্ভর কাব্যগ্রন্থ, যার রচয়িতা শাহ মুহম্মদ সগীর। এটি ফারসি ভাষা থেকে অনূদিত।
প্রমাণ থেকে জানা যায়, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) এ কাব্য রচিত হয়। সে বিচারে এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছিলেন।
এটি মূলত একটি অনুবাদ কাব্য, যা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।

0
Updated: 2 months ago
'বিদ্যাসুন্দর' কাব্যের রচয়িতা কে?
Created: 2 months ago
A
আবদুল হাকিম
B
সাবিরিদ খান
C
দৌলত কাজী
D
মুহম্মদ কবীর
বিদ্যাসুন্দর
-
বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা সাবিরিদ খান, যিনি মধ্যযুগের বাংলা কবি।
-
কাহিনি রচনায় তিনি প্রচলিত লোককাহিনি অবলম্বন করেছেন।
-
বিদ্যাসুন্দরের কাহিনি কালিকামঙ্গল ধারার অন্তর্গত।
সাবিরিদ খানের আখ্যানমূলক কাব্যসমূহ:
-
বিদ্যাসুন্দর
-
রসুল বিজয়
-
হানিফা-কয়রাপরী

0
Updated: 2 months ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
বত্রিশ সিংহাসন
B
হিতোপদেশ
C
প্রবোধচন্দ্রিকা
D
রাজা প্রতাপাদিত্য চরিত্র

0
Updated: 1 month ago
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Created: 1 month ago
A
চতুষ্কোণ
B
মহুয়া
C
ক্ষণিকা
D
উৎসর্গ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ)
-
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক
-
অর্জন:
-
১৯১৩ সালে নোবেল পুরস্কার (সাহিত্য)
-
১৯১৫ সালে ইংরেজদের ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথের: উৎসর্গ, ক্ষণিকা, মহুয়া
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস: চতুষ্কোণ

0
Updated: 1 month ago