A
মুকুন্দরাম চক্রবর্তী
B
কানা হরিদত্ত
C
বিজয়গুপ্ত
D
মানিক দত্ত
উত্তরের বিবরণ
মনসামঙ্গল কাব্য
সাপের দেবী মনসাকে কেন্দ্র করে রচিত স্তব, স্তুতি ও কাহিনি-নির্ভর কাব্যকে ‘মনসামঙ্গল’ বলা হয়। একে কখনও পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয়।
বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকেই মনসামঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। এ ধারার আদি কবি হিসেবে কানা হরিদত্ত পরিচিত।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা

0
Updated: 2 weeks ago
শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
Created: 6 days ago
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 week ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' গ্রন্থটি কে সম্পাদনা করেন?
Created: 1 week ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
রাজা রাজেন্দ্রলাল মিত্র
D
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
চর্যাপদ
-
সংজ্ঞা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন
-
প্রকাশের ইতিহাস:
-
১৮৮২ সালে Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের তথ্য প্রকাশ করেন
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের পদগুলি আবিষ্কার করেন
-
-
প্রকাশিত সংকলন:
-
১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যাপদের পদগুলি গ্রন্থাকারে প্রকাশ করে
-
প্রকাশিত গ্রন্থের নাম: হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
-
এতে চর্যাপদ, কৃষ্ণপাদ ও ডাকার্ণব-এর চারটি পুঁথি একত্রে সংকলিত হয়
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago