মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
কানা হরিদত্ত
C
বিজয়গুপ্ত
D
মানিক দত্ত
উত্তরের বিবরণ
মনসামঙ্গল কাব্য
সাপের দেবী মনসাকে কেন্দ্র করে রচিত স্তব, স্তুতি ও কাহিনি-নির্ভর কাব্যকে ‘মনসামঙ্গল’ বলা হয়। একে কখনও পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয়।
বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকেই মনসামঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। এ ধারার আদি কবি হিসেবে কানা হরিদত্ত পরিচিত।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা

0
Updated: 2 months ago
ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
উইলিয়াম কেরি
B
লর্ড ওয়েলেসলী
C
জর্জ গ্রিয়ার্সন
D
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 1 month ago
A
চণ্ডীদাস
B
জয়দেব
C
বিদ্যাপতি
D
জ্ঞানদাস
বৈষ্ণব পদাবলি
-
স্বরূপ: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য ফসল
-
প্রথম পদকর্তা: জয়দেব
-
প্রথম নিদর্শন: ‘গীতগোবিন্দম্’ (রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে; সংস্কৃত ভাষায় রচিত)
-
বাংলা ভাষায় প্রথম পদ: চণ্ডীদাস
-
বিদ্যাপতি: পরবর্তীতে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন

0
Updated: 1 month ago
'নতুন কবিতা' পত্রিকার সম্পাদক -
Created: 1 month ago
A
হাবীবুর রহমান
B
আলাউদ্দিন আল আজাদ
C
শামসুর রাহমান
D
আবদুর রশীদ খান
‘নতুন কবিতা’
-
সম্পাদক: আবদুর রশীদ খান ও আশরাফ সিদ্দিকী
-
প্রকাশকাল: ১৩৫৬ বঙ্গাব্দ (১৯৪৯ খ্রিষ্টাব্দ)
-
উদ্দেশ্য: পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন, ‘সাহিত্য পথের নতুন যাত্রীদের কাব্য সৃষ্টির খতিয়ান’ হিসেবে প্রকাশিত।
-
উল্লেখযোগ্য কবি:
-
হাবীবুর রহমান
-
হাসান হাফিজুর রহমান
-
শামসুর রাহমান
-
জিল্লুর রহমান সিদ্দিকী
-
আলাউদ্দিন আল আজাদ
-
আবদুর রশীদ খান
-
আশরাফ সিদ্দিকী
-
মোহাম্মদ মামুন
-
বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
-
মনোজ সেনগুপ্ত
-
অন্যান্য ৩ জন কবি
-
-
পর্যালোচনা:
-
অধিকাংশ কবি শেষ পর্যন্ত কবি হিসেবে সফল হননি।
-
কেউ কেউ কবিতা লিখলেও স্বাচ্ছন্দ্য হারিয়েছেন।
-

0
Updated: 1 month ago