Choose the correct answer. How long did you wait?
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
উত্তরের বিবরণ
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 5 months ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool.
D
The man which said that was a fool.
• The correct sentence is - The man who said that was a fool.
• Rules of the sentence:
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
example:
- The man who said that was a fool.
- The man who stole my bag was tall.

0
Updated: 4 months ago
Which of the following is correct?
Created: 2 weeks ago
A
I will be working on my project all night.
B
I will be work on my project all night.
C
I will working on my project all night.
D
I will to be working on my project all night.
Correct sentence: I will be working on my project all night.
Future Continuous Tense:
ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এমন বোঝাতে Future Continuous Tense ব্যবহার হয়।
Structure: Subject + shall/will be + main verb + ing + object
Examples:
I will be working on my project all night.
She will be attending the conference next week.
They will be travelling to Europe this time next year.
বাকি বিকল্পগুলো ভুল কারণ:
খ) “will be work” → ভুল, কারণ “be + V-ing” দরকার।
গ) “will working” → ভুল, “be” দরকার।
ঘ) “will to be working” → ভুল, “to” দরকার নেই এবং structure ঠিক নয়।

0
Updated: 2 weeks ago
Identify the correct passive form- Open the window.
Created: 2 months ago
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.

0
Updated: 2 months ago