Choose the correct answer. How long did you wait?
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
উত্তরের বিবরণ
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।
0
Updated: 7 months ago
Which of the following sentences is correct?
Created: 1 month ago
A
She is the most pretty girl in our class.
B
She is the prettiest girl in our class.
C
She is the most prettiest girl in our class.
D
She is the prettyest girl in our class.
সঠিক উত্তর হলো – খ) She is the prettiest girl in our class.
Rule:
-
যদি adjective-এর শেষ অক্ষর y হয় এবং তার আগে consonant থাকে, তাহলে comparative ও superlative গঠন করার সময় y বাদ দিয়ে যথাক্রমে -ier এবং -iest যোগ করতে হবে।
Examples:
-
Positive → Comparative → Superlative
-
She is a happy child. → She is happier than before. → She is the happiest in the group.
-
The weather is dry today. → The day after tomorrow will be drier. → This is the driest season.
-
He is a shy boy. → He looks shier now. → He is the shiest among his friends.
-
Other options ব্যাখ্যা:
-
ক) She is the most pretty girl in our class. → ভুল; “pretty” short adjective, তাই superlative হয় -est যোগ করে।
-
গ) She is the most prettiest girl in our class. → ভুল; “Most” + “prettiest” একসাথে ব্যবহার করা যায় না, double superlative।
-
ঘ) She is the prettyest girl in our class. → ভুল; “y” বদলে “i” হয়, তাই সঠিক হলো prettiest।
0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 1 month ago
A
Rahim's house is better than Karim.
B
Rahim's house is better than Karim's.
C
Rahim house is best than Karim.
D
Rahim's house is best than the house of Karim.
তুলনামূলক বাক্যে যদি প্রথম noun-এর possessive case ব্যবহার করা হয়, তবে দ্বিতীয় noun-এরও possessive case ব্যবহার করতে হয়। নইলে বাক্যের গঠন ও অর্থ দুটোই অসম্পূর্ণ হয়ে যায়।
-
Incorrect: Rahim's house is better than Karim.
Correct: Rahim's house is better than Karim's. -
Incorrect: The climate of Dhaka is better than Khulna.
Correct: The climate of Dhaka is better than that of Khulna.
অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) Rahim's house is better than Karim.
-
এখানে ‘Rahim’s house’ এবং শুধু ‘Karim’ এর মধ্যে তুলনা করা হয়েছে।
-
Karim-এর পর হয় ‘’s’ থাকতে হবে অথবা ‘house’ থাকতে হবে।
-
অর্থ অসম্পূর্ণ হওয়ায় বাক্যটি ভুল।
-
-
গ) Rahim house is best than Karim.
-
এখানে মালিকানা বোঝাতে Rahim house না হয়ে Rahim’s house হবে।
-
আবার best than কখনো ব্যবহৃত হয় না।
-
সঠিক রূপ হবে better than, তাই বাক্যটি ভুল।
-
-
ঘ) Rahim's house is best than the house of Karim.
-
গঠনগতভাবে সঠিক মনে হলেও best than ব্যাকরণগতভাবে ভুল।
-
‘best’ এর সাথে সাধারণত in ব্যবহৃত হয় (যেমন: best in the class), কিন্তু than নয়।
-
এজন্য বাক্যটি ভুল।
-
0
Updated: 1 month ago
Which one is correct?
Created: 3 days ago
A
It is quarter past ten
B
It is quarter minutes past ten
C
It is fifteen past ten
D
It is teen fifteen
বাক্যের অর্থ হলো এখন সময় সোয়া দশটা, অর্থাৎ ১০টা বেজে ১৫ মিনিট। এখানে “সোয়া” শব্দটি সময়ের অতিরিক্ত পৌনে, আধা, সোয়া, দেড় ইত্যাদি রূপের একটি, যা ঘন্টা বা সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে সময়ের নির্দিষ্ট অংশ বোঝাতে ব্যবহৃত হয়।
-
“সোয়া দশটা” = ১০ টার পর অতিরিক্ত ১৫ মিনিট।
-
অর্থাৎ সময় এখন ১০টা ১৫ মিনিট।
-
উদাহরণ: “সোয়া বারোটা” মানে ১২টা বেজে ১৫ মিনিট।
0
Updated: 3 days ago