Who kills King Duncan in Macbeth?
A
Macbeth
B
Lady Macbeth
C
Banquo
D
Macduff
উত্তরের বিবরণ

1
Updated: 2 months ago
“Something is rotten in the state of Denmark.” — Who says this line?
Created: 2 months ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Claudius
Marcellus বলে ডেনমার্কে কোনো বড় অনৈতিক ঘটনা ঘটছে, যা Claudius-এর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে।

4
Updated: 2 months ago
Who wrote The Tempest?
Created: 2 months ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 2 months ago
Who kills Macbeth in the end?
Created: 2 months ago
A
Duncan
B
Banquo
C
Macduff
D
Malcolm
Macduff kills Macbeth because he wants to restore justice and the throne.
উইলিয়াম শেক্সপিয়রের "Macbeth" নাটকে, শেষ দৃশ্যে Macduff রাজা ম্যাকবেথকে হত্যা করে।
ম্যাকবেথ অনেক খুন ও ষড়যন্ত্র করে অবৈধভাবে রাজা হয়েছিলেন। তার অত্যাচারে স্কটল্যান্ডে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।
Macduff ছিলেন এক সৎ ও সাহসী ব্যক্তি। তিনি জানতেন যে ম্যাকবেথ একজন অত্যাচারী ও বেআইনিভাবে সিংহাসনে বসেছেন। তাই ইংল্যান্ডে গিয়ে Malcolm (সত্যিকার উত্তরাধিকারী রাজপুত্র)-এর সাথে মিলে তিনি ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
যুদ্ধের শেষে Macduff, যিনি “not born of woman” (কারণ তিনি সিজারিয়ান পদ্ধতিতে জন্মগ্রহণ করেন) — ম্যাকবেথকে হত্যা করেন। এই ভবিষ্যদ্বাণী পূরণ হয় যে, “no man born of woman shall harm Macbeth” — যার অর্থ এমন কেউই ম্যাকবেথকে মারতে পারবে না যে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু Macduff ছিল এই ব্যতিক্রম।

0
Updated: 2 months ago