নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
A
মাথা ব্যথা
B
মাথা ঘামান
C
মাথা ধরা
D
মাথা দেয়া
উত্তরের বিবরণ
মাথা ব্যথা এটি একটি উপসর্গ বা লক্ষণ, তবে সরাসরি রোগ নয়।
-
মাথা ঘামান মানসিক পরিশ্রম করা বা চিন্তায় মগ্ন হওয়া বোঝায়, রোগ নয়।
-
মাথা ধরা বাংলা ভাষায় এটি মাথাব্যথা বা মাইগ্রেনজনিত অসুস্থতার সমার্থক, অর্থাৎ রোগ নির্দেশক শব্দ।
-
মাথা দেওয়া আত্মসমর্পণ বা সঁপে দেওয়া বোঝায়, রোগ নয়।
তাই “মাথা ধরা” শব্দটিই রোগ অর্থে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 day ago
বাগযন্ত্রের অংশ নয়-
Created: 2 weeks ago
A
দাঁত
B
তালু
C
কান
D
নাক
উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট, ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

0
Updated: 2 weeks ago
একটি পত্রের প্রধান অংশ কয়টি?
Created: 2 weeks ago
A
তিনটি
B
চারটি
C
চারটি
D
দুইটি
একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা: ১। বাইরের অংশ বা শিরোনাম ও ২। ভেতরের অংশ বা পত্রগর্ভ।

0
Updated: 2 weeks ago
নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
Created: 3 weeks ago
A
আবুল হাসান
B
হুমায়ুন কবির
C
সোমেন চন্দ
D
কল্যাণ মিত্র
সোমেন চন্দ
-
সোমেন চন্দ মূলত একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
-
জন্ম: ২৪ মে ১৯২০, বালিয়া গ্রাম, পলাশ, নরসিংদী।
-
পূর্ণ নাম: সোমেন্দ্র কুমার চন্দ।
-
তিনি ঢাকার প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন।
-
তাঁর বিখ্যাত ছোটগল্প ‘ইঁদুর’ বহু ভাষায় অনূদিত হয়েছে।
-
বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ জানিয়েছেন, ‘ইঁদুর’ গল্পটি পড়ে তিনি সাহিত্য রচনার প্রেরণা পেয়েছিলেন।
-
মৃত্যু: ৮ মার্চ ১৯৪২, ঢাকায় ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাঘাতে নিহত।
রচিত গ্রন্থসমূহ:
-
সংকেত ও অন্যান্য গল্প
-
বনস্পতি ও অন্যান্য গল্প
-
সোমেন চন্দের গল্পগুচ্ছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago