In Paradise Lost, who tempts Eve?
A
Satan
B
Adam
C
Michael
D
Gabriel
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Milton's choice to write an epic about a biblical subject was:
Created: 3 weeks ago
A
Typical for his time
B
A radical fusion of classical form and Christian content
C
A command from the king
D
An imitation of Shakespeare's plays
জন মিল্টনের Paradise Lost লেখা ছিল একটি মহৎ এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সাহিত্যিক উদ্যোগ। এটি তার সময়ের জন্য সাধারণ সিদ্ধান্ত ছিল না, বরং দুইটি প্রধান সাহিত্যিক পরম্পরার অদ্বিতীয় সংমিশ্রণ।
-
শাস্ত্রীয় রূপ (Classical Form):
-
মিল্টন কাব্যটি ক্লাসিকাল মহাকাব্যের মতো গঠন করেছিলেন, যেমন প্রাচীন গ্রিক ও রোমান কবি হোমার (Iliad, Odyssey) এবং ভার্জিল (Aeneid) অনুসরণ করতেন।
-
ক্লাসিকাল মহাকাব্যের মূল বৈশিষ্ট্যসমূহ যা মিল্টন ব্যবহার করেছেন:
-
In medias res: কাহিনী গুরুত্বপূর্ণ ঘটনার মাঝখান থেকে শুরু।
-
Muse-এর আহ্বান: মিল্টন Holy Spirit-কে “Heavenly Muse” হিসেবে আহ্বান করেছেন।
-
অতিপ্রাকৃত প্রাণীর মধ্যে মহাযুদ্ধ।
-
Epic similes: দীর্ঘ, বিশদ তুলনামূলক বর্ণনা।
-
উচ্চাভিলাষী ও রুচিশীল ভাষা।
-
মহিমান্বিত নায়ক, যার ভাগ্য পুরো জাতি বা মানবজাতির উপর প্রভাব ফেলে।
-
-
-
খ্রিস্টীয় বিষয়বস্তু (Christian Content):
-
প্রচলিত মহাকাব্যের মতো যুদ্ধ বা জাতির প্রতিষ্ঠার গল্পের বদলে, মিল্টন বাইবেলের কেন্দ্রীয় ধর্মতাত্ত্বিক গল্প—মানুষের পতন (Fall of Man) বেছে নেন।
-
তার উদ্দেশ্য ছিল “justify the ways of God to men”, যা গভীরভাবে ধর্মীয় ও দার্শনিক লক্ষ্য।
-
-
উপসংহার:
-
এই সংমিশ্রণ ছিল রূপান্তরমূলক, কারণ মিল্টন প্রাচীন প্যাগান সাহিত্যিক ফর্মকে ব্যবহার করে খ্রিস্টীয় আধ্যাত্মিক কাহিনী বলেছিলেন।
-
এটি বাইবেলীয় বর্ণনাকে তার সময়ের উচ্চতম সাহিত্যিক শৈলীতে উন্নীত করেছে, এবং দেখিয়েছে যে আনুগত্য, স্বাধীন ইচ্ছা এবং মুক্তি-র বিষয়গুলো যে কোনো পৃথিবীজুড়ে যুদ্ধ বা জাতিগত কাহিনীর চেয়ে বেশি নায়কীয় ও তাৎপর্যপূর্ণ।
-

0
Updated: 3 weeks ago
Satan's primary motivation for corrupting mankind is:
Created: 3 weeks ago
A
Greed
B
Lust
C
Revenge against God
D
A desire to rule Earth
Paradise Lost-এ শয়তানের মানবজাতিকে ব্যর্থ বা পতিত করার মূল প্রেরণা হলো ঈশ্বরের প্রতি গভীর প্রতিশোধের আকাঙ্ক্ষা।
-
পরিস্থিতি:
-
স্বর্গে যুদ্ধের পর পরাজিত হয়ে নরকে উৎখাত হওয়ার পর শয়তান “অমর ঘৃণা” এবং প্রতিশোধের তৃষ্ণায় আবদ্ধ।
-
সে সরাসরি ঈশ্বরকে ক্ষতি করতে পারে না, কারণ ঈশ্বর সর্বশক্তিমান।
-
-
পরিকল্পনা:
-
ঈশ্বরের সবচেয়ে প্রিয় সৃষ্টি, মানবজাতি, লক্ষ্য করে সে আঘাত হানার পরিকল্পনা তৈরি করে।
-
আদম ও ইভকে ঈশ্বরের আদেশ অমান্য করাতে, শয়তান ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট এবং তার প্রতি ব্যথা পৌঁছে দিতে চায়।
-
এটি শয়তানের জন্য কোনো সরাসরি লাভ নিয়ে আসে না; এটি কেবল ঈশ্বরকে বিরক্ত করা এবং তার পরিকল্পনা ব্যাহত করার উদ্দেশ্যে।
-
-
প্রকাশ ও প্রভাব:
-
শয়তানের বক্তৃতা ও মনোনীত ভাবনায় তিনি বারবার প্রতিশোধের ঘোষণা দেন।
-
সে তার অনুসারীদের উজ্জীবিত করে এই মিশনকে স্বর্গের ব্যাঘাত ঘটানো এবং বিদ্রোহের মাধ্যমে বিজয় লাভের উপায় হিসেবে উপস্থাপন করে।
-
পুত্রের প্রতি ঈর্ষা এবং তার আহত অহংকার এই প্রতিশোধের পথে জ্বালানী হিসেবে কাজ করে।
-
-
উপসংহার:
-
শয়তানের চূড়ান্ত লক্ষ্য হলো ঈশ্বরকে আঘাত করা, যা মানবজাতিকে পতিত করে।
-

0
Updated: 3 weeks ago
How does Satan deceive his fellow fallen angels after the temptation?
Created: 1 month ago
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।

0
Updated: 1 month ago