Who is the poet of Ode: Intimations of Immortality?
A
William Wordsworth
B
John Keats
C
Percy Shelley
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
In the "Preface to Lyrical Ballads," Wordsworth famously defined poetry as-
Created: 2 weeks ago
A
"A criticism of life"
B
"The spontaneous overflow of powerful feelings"
C
"Emotion recollected in tranquility"
D
Both b and c
Wordsworth কবিতার সৃষ্টিপ্রক্রিয়া বোঝাতে দুটি বিখ্যাত ধারণা উপস্থাপন করেছিলেন—“the spontaneous overflow of powerful feelings” এবং “emotion recollected in tranquility”। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কবিতা শুধু তাৎক্ষণিক আবেগ নয়, বরং আবেগের ওপর পুনর্বিবেচনা ও চিন্তাশীল রূপদানের ফল।
-
“The spontaneous overflow of powerful feelings” কবিতার সূচনালগ্নকে বোঝায়। এটি হলো হঠাৎ উদ্ভূত গভীর আবেগ বা অনুভূতি, যা কবির মনের ভেতর থেকে প্রবাহিত হয়ে আসে এবং কবিতার উৎস হিসেবে কাজ করে।
-
“Emotion recollected in tranquility” হলো কবিতার দ্বিতীয় ধাপ। কবি সরাসরি আবেগের মুহূর্তে কবিতা লেখেন না, বরং পরে শান্ত অবস্থায় সেই অনুভূতিকে স্মরণ করেন এবং ভাবনার মাধ্যমে তা পরিশীলিত করে শিল্পে রূপ দেন।
-
এই দুই ধাপ মিলেই কবিতা হয় একদিকে সতেজ ও আন্তরিক, আবার অন্যদিকে সচেতন ও পরিশীলিত।
-
Wordsworth-এর মতে এই প্রক্রিয়া কবিকে শুধু ব্যক্তিগত অনুভূতি প্রকাশের সুযোগই দেয় না, বরং পাঠকের জন্যও তা বোধগম্য ও সার্বজনীন করে তোলে।
-
এই ধারণা রোমান্টিক কাব্যচিন্তার মূল প্রতিফলন, যেখানে আবেগের স্বতঃস্ফূর্ততা ও চিন্তার সংযম মিলিত হয়ে শিল্পের পূর্ণতা আনে।
-
এর ফলে কবিতা হয়ে ওঠে মানব অভিজ্ঞতার শিল্পিত প্রতিফলন, যা একদিকে আবেগময় আবার অন্যদিকে গভীরভাবে চিন্তাশীল।

0
Updated: 2 weeks ago
How does Wordsworth describe childhood in the Ode?
Created: 1 month ago
A
A time of divine vision and purity
B
A period of material greed
C
A stage of political activism
D
A phase of complete ignorance
Wordsworth-এর কাছে শৈশব হলো এমন এক সময়, যখন শিশু প্রকৃতিকে ঈশ্বরীয় আলোয় দেখে। সে চারপাশে সৌন্দর্য, সত্য ও পবিত্রতার আভা অনুভব করে। এই শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি মানুষকে পৃথিবীর বাইরে এক চিরন্তন জগতের কথা মনে করিয়ে দেয়। Wordsworth বলেন, শিশুদের ভেতরে “heaven lies about us in our infancy”। তাই শৈশব তাঁর কাছে স্বর্গীয় অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 1 month ago
“Heaven lies about us in our infancy” — this line means:
Created: 1 month ago
A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 month ago