A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Frost at Midnight
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
What time of day is described in Section VIII of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।

1
Updated: 6 days ago
What literary device is most evident in the phrase “sunny pleasure-dome with caves of ice”?
Created: 6 days ago
A
Simile
B
Irony
C
Paradox
D
Hyperbole
“Sunny pleasure-dome with caves of ice”—এই বাক্যে একই সাথে উষ্ণতা (sunny) এবং শীতলতা (ice) উল্লেখ আছে। দুটি বিপরীত উপাদান একত্রে এসেছে। এটিকে বলা হয় paradox—যেখানে আপাতবিরোধী ধারণা একসাথে থেকে গভীর সত্য প্রকাশ করে। এটি দেখায় প্রকৃতির দ্বৈততা, এবং মানুষের কল্পনার ভেতর বৈপরীত্যপূর্ণ উপাদানও সহাবস্থান করে।

1
Updated: 6 days ago
What is the overall structure of Kubla Khan often considered?
Created: 6 days ago
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 6 days ago