What is the setting of Kubla Khan?
A
Xanadu
B
Venice
C
London
D
Rome
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the central theme of Dejection: An Ode?
Created: 1 month ago
A
Political revolution
B
Decline of imagination and search for joy
C
Scientific exploration
D
Celebration of war
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো কবির নিজের কল্পনাশক্তির হ্রাস ও হারানো আনন্দ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। Coleridge প্রকৃতিকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। তিনি জানেন, প্রকৃতির সৌন্দর্য ভেতরের আনন্দ ছাড়া মৃত। তাই কবিতাটি এক আত্মস্বীকারোক্তি—তিনি আনন্দ হারিয়েছেন, তবে অন্যের আনন্দ কামনা করছেন। এটি Romantic কবিতার সবচেয়ে আন্তরিক ও ব্যক্তিগত সুরগুলির একটি।

1
Updated: 1 month ago
What does the Hermit ask the Mariner before granting absolution?
Created: 1 month ago
A
“Where are your men?”
B
“Did you see Death?”
C
“What manner of man art thou?”
D
“Why did you kill the bird?”
Hermit প্রশ্ন করেন—"তুমি কী ধরনের মানুষ?"। আসলে Hermit বুঝতে চান মেরিনারের অন্তরের পরিবর্তন ঘটেছে কিনা। এটি আত্ম-পরিচয়ের প্রশ্ন—মানুষ নিজের অপরাধ বুঝে কি সত্যিই নতুন মানুষ হতে পারে? এই প্রশ্নই মেরিনারের confession বা স্বীকারোক্তিকে বাধ্য করে, যা তাকে মুক্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 month ago
"Kubla Khan" is often described as a "fragment" or "dream-vision" because:
Created: 2 weeks ago
A
Coleridge never intended it to be a finished poem.
B
He was interrupted while writing it and could not recall the rest of his dream.
C
It was part of a larger, unfinished epic poem.
D
It only describes a small portion of Kubla Khan's life.
Coleridge তাঁর কবিতার প্রিফেস-এ উল্লেখ করেছেন যে তিনি এই কাজটি রচনা করেছিলেন একটি opium-induced dream থেকে জেগে উঠার পরে। তিনি প্রথম অংশের দৃষ্টি বা vision লিখে রেখেছিলেন,
কিন্তু তখনই একজন দর্শক এসে বাধা দেন, যিনি “a person on business from Porlock” হিসেবে পরিচিত। দর্শক চলে যাওয়ার পরে, Coleridge লক্ষ্য করেন যে তিনি আর বাকী স্বপ্নটি মনে রাখতে পারছেন না, ফলে কবিতাটি unfinished fragment হিসেবে থেকে যায়।
-
Coleridge-এর লেখা অনুযায়ী, কবিতার প্রথম অংশটি মূলত তার স্বপ্নের অংশের প্রতিফলন।
-
Porlock visitor গল্পটি সাহিত্য ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে, কারণ এটি কবিতার অগ্রগতি বাধাগ্রস্ত করার একটি প্রতীক।
-
কবিতার অবশিষ্ট অংশ হারানোর কারণে এটি কখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি।
-
এই ঘটনা দেখায় কিভাবে external interruption এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সাহিত্যিক কাজকে প্রভাবিত করতে পারে।

0
Updated: 2 weeks ago