A
Xanadu
B
Venice
C
London
D
Rome
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
What do the dead sailors’ eyes symbolize?
Created: 1 week ago
A
Beauty of nature
B
Courage
C
Curse and guilt haunting the Mariner
D
Guidance
মৃত নাবিকেরা মৃত্যুর সময় অভিশাপভরা দৃষ্টিতে মেরিনারের দিকে তাকিয়েছিল। সেই চোখগুলোই তাকে সাত দিন-রাত তাড়িয়ে বেড়ায়। এটি অপরাধবোধের প্রতীক।

0
Updated: 1 week ago
Who curses the Mariner after killing the Albatross?
Created: 1 week ago
A
The sea
B
The sailors
C
The spirit of the Albatross
D
The Mariner himself
আলবাট্রস হত্যার পর প্রথমে নাবিকেরা মেরিনারকে অভিশাপ দেয়, কারণ তারা মনে করে এ কাজের জন্যই দুর্ভাগ্য এসেছে। পরে যদিও তারা মত পরিবর্তন করে, তবুও যখন ভয়াবহ তৃষ্ণা ও মৃত্যু তাদের ঘিরে ধরে, তখন তাদের শেষ দৃষ্টিও অভিশাপভরা ছিল। নাবিকদের অভিশাপ মেরিনারের অপরাধবোধ ও যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

1
Updated: 1 week ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago