"The music in my heart I bore, Long after it was heard no more." belongs to which poet?
A
S. T. Coleridge
B
P. B. Shelley
C
William Wordsworth
D
Thomas Gray
উত্তরের বিবরণ
“The music in my heart I bore, Long after it was heard no more.” এই লাইনটির লেখক হলেন William Wordsworth।
সংক্ষিপ্ত বিবরণ:
-
কবি: William Wordsworth (1770–1850)
-
কবিতার নাম: The Solitary Reaper
-
প্রকাশ: ১৮০৭
-
বিষয়বস্তু:
-
একাকী মাঠে কাজ করা তরুণী মেয়ের গান কবিকে মুগ্ধ করে
-
গানটি শেষ হলেও এর আবেগ ও সুর কবির হৃদয়ে দীর্ঘ সময় ধরে অনুরণিত থাকে
-
কবিতাটি প্রকৃতি, অনুভূতি এবং মানুষের অন্তর্মনের স্থায়িত্বকে তুলে ধরে
-
William Wordsworth:
-
Romantic Period-এর প্রধান English কবি
-
Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
Lake District-এর জন্মস্থানের কারণে তাকে Lake Poet বলা হয়
-
কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্কের গুরুত্ব প্রাধান্য পায়
-
সহজ ও প্রাকৃতিক ভাষায় রচিত কবিতার জন্য বিখ্যাত
Famous Works:
-
Lyrical Ballads
-
The Daffodils
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
The Excursion
-
Michael
-
Ode on Immortality
উত্তর: William Wordsworth

0
Updated: 2 months ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Which of the following best defines Alliteration?
Created: 1 month ago
A
Repetition of vowel sounds in nearby words
B
Repetition of synonym at the end of words
C
Repetition of consonant sounds at the beginning of words
D
A direct comparison using "like" or "as"
The required answer is Repetition of consonant sounds at the beginning of words.
Alliteration (অনুপ্রাস):
-
The repetition of a consonant sound at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি একটি সাহিত্যকৌশল, যা কবিতা বা গদ্যে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়।
-
Alliteration এর মাধ্যমে শব্দগুচ্ছের একটি ছন্দময় সৌন্দর্য তৈরি হয়, যা পাঠক বা শ্রোতার মনোযোগ সহজেই আকর্ষণ করে।
Examples of Alliteration:
1.
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনি বারবার এসেছে।
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুবার পুনরাবৃত্ত হয়েছে।
Other Options:
-
Repetition of vowel sounds in nearby words → Assonance
-
Repetition of consonant sounds at the end of words → Consonance
-
A direct comparison using “like” or “as” → Simile

0
Updated: 1 month ago
Identify the author of "To Autumn":
Created: 2 months ago
A
Ernest Hemingway
B
John Keats
C
Samuel Johnson
D
Ben Jonson
John Keats (১৭৯৫–১৮২১) ইংরেজ রোমান্টিক যুগের ‘Poet of Beauty’ নামে পরিচিত কবি। তাঁর কবিতায় জীবন্ত চিত্রকল্প, ইন্দ্রিয়গ্রাহ্য আবেদন এবং শাস্ত্রীয় উপাখ্যানের মাধ্যমে দার্শনিক প্রকাশ দেখা যায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
বিখ্যাত রচনা: On First Looking into Chapman’s Homer, Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Endymion।

0
Updated: 2 months ago