A
Christopher Marlowe
B
Ben Jonson
C
Edmund Spenser
D
Thomas Kyd
উত্তরের বিবরণ
Doctor Faustus নাটকের রচয়িতা হলেন Christopher Marlowe।
সংক্ষিপ্ত বিবরণ:
-
রচয়িতা: Christopher Marlowe (1564–1593)
-
প্রকাশিত: ১৬০৪
-
ধরণ: ট্র্যাজেডি নাটক
-
বিষয়বস্তু:
-
Faustus নামের একজন পণ্ডিত অতিরিক্ত ক্ষমতা ও জ্ঞান অর্জনের জন্য শয়তানের সঙ্গে চুক্তি করে
-
নাটকটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, নৈতিক দ্বন্দ্ব এবং আত্মধ্বংসী প্রবণতার গল্প বর্ণনা করে
-
-
ভিত্তি: মধ্যযুগীয় ‘Faust’ কিংবদন্তি
Christopher Marlowe:
-
Elizabethan যুগের অন্যতম প্রধান নাট্যকার ও কবি
-
Shakespeare-এর আগে English drama-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
Dramatic blank verse-এর প্রতিষ্ঠাতা
Notable Works:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
উত্তর: Christopher Marlowe

0
Updated: 2 weeks ago
The house on the hill is very old.
Here, 'on the hill' is-
Created: 6 days ago
A
Phrase preposition
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
English
English Grammar
English Literature
Idioms & Phrases
Prepositional Phrase
No subjects available.
Adjective Phrase – Example and Explanation
-
Example Sentence:
The house on the hill is very old.-
Underlined part: on the hill
-
Function: Adjective phrase
-
-
Explanation:
-
Modifies the noun house by specifying which house (the one on the hill)
-
Since it modifies the subject noun, it acts as an adjective phrase
-
-
Adjective Phrase Overview:
-
A phrase that works like an adjective in a sentence
-
Modifies Noun / Pronoun / Noun Phrase
-
Example:
-
The pond in front of our building is full of garbage.
-
in front of our building → Adjective phrase modifying pond
-
-
The boy playing with the toy is my brother.
-
-
-
Prepositional Phrases:
-
Some adjective phrases begin with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-

0
Updated: 6 days ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 1 month ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।

1
Updated: 1 month ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 weeks ago
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা

0
Updated: 2 weeks ago