A
Ernest Hemingway
B
Mark Twain
C
Thomas Hardy
D
Charles Dickens
উত্তরের বিবরণ
The Mayor of Casterbridge উপন্যাসটির রচয়িতা হলেন Thomas Hardy।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৮৮৬
-
ধরণ: Victorian novel
-
মূল চরিত্র: Michael Henchard, একজন ব্যবসায়ী যিনি কাস্টারব্রিজ শহরের মেয়র হন
-
বিষয়বস্তু: Henchard-এর অতীতের ভুল, পাপ, জীবনের ওঠাপড়া এবং তার ক্ষতি ও পুনরুদ্ধারের গল্প
উপন্যাসের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র:
-
Susan Henchard
-
Donald Farfrae
-
Elizabeth-Jane Newson
-
Lucetta Templeman
Thomas Hardy:
-
Victorian যুগের প্রধান novelist ও poet
-
পরিচিত pessimistic novelist এবং regional novelist হিসেবে
-
তার উপন্যাসগুলো সাধারণত নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবন ও গ্রামীণ সমাজের বাস্তব চিত্রায়ণ করে
অন্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
Jude the Obscure
-
The Poor Man and the Lady
-
A Pair of Blue Eyes
উত্তর: Thomas Hardy

0
Updated: 2 weeks ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 4 weeks ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
• "Fools rush in where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.
• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

0
Updated: 4 weeks ago
The Caretaker is a _____ play by Harold Pinter.
Created: 2 weeks ago
A
one-act
B
three-act
C
four-act
D
five-act
• The Caretaker
- Harold Pinter wrote this play.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies.
• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
• Best Works:
- The Birthday Party,
- The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.

0
Updated: 2 weeks ago
Which estate best reflects Elizabeth’s change of perception towards Darcy?
Created: 20 hours ago
A
Longbourn
B
Rosings Park
C
Netherfield
D
Pemberley
Elizabeth যখন Darcy-এর বাড়ি Pemberley ভ্রমণ করে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলায়। প্রাসাদটি প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে, যা Darcy-এর ভারসাম্যপূর্ণ চরিত্রের প্রতীক। Mrs. Reynolds Darcy-কে উদার, দায়িত্বশীল মানুষ হিসেবে বর্ণনা করেন। এখানে Elizabeth Darcy-র ভেতরের সৌন্দর্য চিনতে শেখে। Austen দেখান—বাস্তব অভিজ্ঞতা প্রাথমিক ভুল ধারণা ভাঙতে পারে।

0
Updated: 20 hours ago