The Shepheardes Calender is a collection of:
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
উত্তরের বিবরণ
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

2
Updated: 2 months ago
She is standing _____ the window.
Created: 4 weeks ago
A
to
B
over
C
by
D
with
Complete sentence: She is standing by the window.
-
Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।
By (Preposition):
-
English meaning: in proximity to; near
-
Bangla meaning: কাছে; পাশে; নিকটে; ধারে
-
কোনো ব্যক্তি বা বস্তুর কাছে, পাশে বা নিকটে বোঝাতে by ব্যবহার করা হয়।
Source:

0
Updated: 4 weeks ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 2 months ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 2 months ago
To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
Created: 3 weeks ago
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:

0
Updated: 3 weeks ago