A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
উত্তরের বিবরণ
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

0
Updated: 2 weeks ago
Who wrote "Biographia Literaria"?
Created: 1 month ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 1 month ago
The Excursion is written by -
Created: 2 weeks ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 weeks ago
'The Sun Also Rises' is a novel written by-
Created: 1 month ago
A
Charles Dickens
B
Herman Melville
C
Earnest Hemingway
D
Thomas Hardy
The Sun Also Rises (উপন্যাস)
-
'The Sun Also Rises' উপন্যাসটি Ernest Hemingway এর লেখা। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস, যা তাকে একজন সফল ঔপন্যাসিক হিসেবে পরিচিত করে তোলে।
-
প্রকাশকাল: ১৯২৬ সাল।
-
বিকল্প নাম: Fiesta নামে উপন্যাসটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ সমাজ—যাদের “Lost Generation” বলা হয়—তাদের জীবনের বিশৃঙ্খলা, হতাশা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
-
কাহিনী মূলত স্পেন ও প্যারিস-কে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল চরিত্রসমূহ:
-
Jake Barnes – উপন্যাসের প্রধান চরিত্র, যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
-
Lady Brett Ashley – স্বাধীনচেতা এবং Jake-এর প্রেমিকা।
-
Robert Cohn – এক সাবেক বক্সার ও Jake-এর বন্ধু।
-
Bill Gorton – হাস্যরসপ্রিয় চরিত্র এবং Jake-এর বন্ধু।
-
Mike Campbell – Brett-এর প্রেমিক।
-
Pedro Romero – তরুণ ও প্রতিভাবান বুলফাইটার।
-
Montoya – স্পেনের বুলফাইটিং হোটেলের মালিক।
-
Frances Clyne – Robert Cohn-এর বান্ধবী।
Ernest Hemingway সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৮৯৯, ইলিনয়, আমেরিকা।
-
পেশা: প্রধানত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তার সংক্ষিপ্ত, সহজ এবং প্রভাবশালী লেখার ধরণ ২০ শতকের ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তার বিখ্যাত উপন্যাসসমূহ
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য যে, "The Sun is Rising" শিরোনামে John Donne-এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে, যা এই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত নয়।
তথ্যসূত্র:Encyclopedia Britannica

0
Updated: 1 month ago