Jonathan Swift is best known for writing which satirical work?
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
উত্তরের বিবরণ
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 2 months ago
No one should waste ________ time.
Created: 1 month ago
A
our
B
your
C
their
D
his
সঠিক উত্তর: ঘ) his
সম্পূর্ণ বাক্য:
No one should waste his time.
বর্ণনা:
-
যখন No/every/each + one এরূপে ব্যবহার করা হয়, অর্থাৎ one এর আগে কোনো qualifier শব্দ বসে, তখন one's ব্যবহৃত হয় না। এর পরিবর্তে his, her, he/she ইত্যাদি ব্যবহার করতে হয়।
উদাহরণসমূহ:
-
Inc. No one should kill away one's time.
-
Cor. No one should kill away his/her time.
-
Inc. There are sixty boys in the class; each one has done one's hometask.
-
Cor. There are sixty boys in the class; each one has done his hometask.
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Who wrote "The Canterbury Tales"?
Created: 1 week ago
A
John Milton
B
William Wordsworth
C
Geoffrey Chaucer
D
Samuel Taylor Coleridge
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর রচিত এক বিখ্যাত সাহিত্যকর্ম, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত। এটি একটি frame story, অর্থাৎ—একটি মূল গল্পের ভেতরে বহু গল্পের সংকলন।
গল্পের সূচনা হয় লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন। তারা একসঙ্গে রওনা দেন Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে তীর্থযাত্রার উদ্দেশ্যে। যাত্রাপথে তারা ঠিক করেন যে, প্রত্যেকে চারটি করে গল্প বলবে—দুটি যাওয়ার পথে এবং দুটি ফেরার পথে। এই গল্প বলার প্রতিযোগিতার আয়োজক ছিলেন Harry Bailly, যিনি সরাইখানার মালিক।
তবে বাস্তবে Chaucer কেবল ২৪টি গল্পই সম্পূর্ণ করতে পেরেছিলেন, এবং বাকি গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়। গল্পগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন, চরিত্র, হাস্যরস, নৈতিকতা ও মানব প্রকৃতির বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।
Geoffrey Chaucer:
-
জন্ম: ১৩৪২/৪৩ খ্রিষ্টাব্দে, মৃত্যু: ২৫ অক্টোবর ১৪০০, লন্ডনে।
-
তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সরকারি সচিব।
-
Chaucer-কে বলা হয় “Father of English Literature”।
-
তিনি Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ইংরেজি সাহিত্যের মূল ভিত্তি হয়ে ওঠে।
-
তিনি প্রথম iambic pentameter ও rhyme royal-এর মতো ছন্দ ব্যবহার করে কবিতার আধুনিক কাঠামো নির্মাণ করেন।
Famous Works of Geoffrey Chaucer:
-
The Canterbury Tales
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women

0
Updated: 1 week ago
FRAGILE: BREAK::
Created: 1 month ago
A
invisible: see
B
erratic: control
C
flammable: burn
D
noxious: escape
• Correct Answer: flammable : burn
Explanation:
-
Analogy given: FRAGILE : BREAK
-
Fragile মানে ভঙ্গুর, এবং ভঙ্গুর জিনিস সহজেই break (ভেঙে) যায়।
-
-
অনুরূপভাবে:
-
Flammable মানে দাহ্য, এবং দাহ্য জিনিস সহজেই burn (পুড়ে) যায়।
-
Other options analysis:
-
Invisible → See ❌ (প্রত্যক্ষ বিপরীত সম্পর্ক, analogy নয়)
-
Erratic → Control ❌ (খামখেয়ালী বা অনিয়মিত নিয়ন্ত্রণযোগ্য নয়)
-
Noxious → Escape ❌ (ক্ষতিকর জিনিস পালাতে হয়, তবে সরাসরি causal সম্পর্ক analogue নয়)
Conclusion: Fragile : Break :: Flammable : Burn

0
Updated: 1 month ago