The
Greek word “________” means “maker” and is the origin of the word poet.
A
Poetics
B
Poietes
C
Poets
D
Poetry
উত্তরের বিবরণ
Coming...

0
Updated: 4 months ago
Jean-Paul Sartre is -
Created: 2 days ago
A
French author
B
American author
C
German author
D
Russian author
Jean-Paul Sartre, পূর্ণ নাম Jean-Paul Charles Aymard Sartre, ছিলেন একজন French author, দার্শনিক, নাট্যকার, ঔপন্যাসিক এবং রাজনৈতিক কর্মী। তিনি মূলত existentialism এবং phenomenology দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত।
১৯৬৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল “তার এমন কর্মের জন্য, যা চিন্তায় সমৃদ্ধ, স্বাধীনতার চেতনা এবং সত্যের অনুসন্ধানে পরিপূর্ণ, এবং যা আমাদের যুগে গভীর প্রভাব ফেলেছে।”
তার রচনায় বর্ণবাদ, উপনিবেশবাদ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়েছে, যা সমকালীন দর্শন ও সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। তার প্রথম উপন্যাস Nausea একজন যুবকের অস্তিত্বের দৈবিকতা ও জীবনের অর্থহীনতা নিয়ে লেখা। অন্যদিকে, তার গুরুত্বপূর্ণ দার্শনিক রচনা Being and Nothingness-এ (প্রদত্ত লেখায় “Bring” থাকলেও সঠিক শব্দ Being) মানবচেতনা ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
Jean-Paul Sartre এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Nausea
-
Being and Nothingness: An Essay on Phenomenological Ontology
-
No Exit
-
The Roads to Freedom
Source:

0
Updated: 2 days ago
"It is impossible to love and be wise" — Who said it?
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 1 month ago
"A man of parts" describes someone who is:
Created: 3 weeks ago
A
A strict leader
B
A puzzle solver
C
Physically strong
D
Skilled in many areas
Correct Answer: Skilled in many areas
A man of many parts / A man of parts (idiom)
English Meaning:
A man with great ability in many different areas.
Bangla Meaning:
অত্যন্ত দক্ষ / মেধাবী।
Other Options:
ক) A strict leader → এটি বোঝায় “disciplinarian” বা “taskmaster”।
খ) A puzzle solver → এটি একজন বিশ্লেষণধর্মী বা যৌক্তিক চিন্তাশীল মানুষকে বোঝায়, তবে অর্থ খুব সীমিত।
গ) Physically strong → এটি “a man of muscle”-এর জন্য প্রযোজ্য, “a man of parts”-এর জন্য নয়।
Example Sentence:
-
Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ ব্যক্তি।
Source: Live MCQ lecture

0
Updated: 3 weeks ago