আলাওল কোন শতকের কবি ছিলেন?
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
উত্তরের বিবরণ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 2 months ago
বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম দীর্ঘ মৌলিক রচনা কোনটি?
Created: 3 weeks ago
A
লিপিমালা
B
পুরুষ পরীক্ষা
C
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
D
রাজা প্রতাপাদিত্য চরিত্র
রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের প্রারম্ভিক স্তরের একজন গুরুত্বপূর্ণ রচয়িতা। তিনি ফারসি-নবিস মুনশী খেতাবে সুপরিচিত এবং বাংলা গদ্য-পদ্য রচনায় চলতি রীতির সঙ্গে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন।
-
রামরাম বসুর দুটি উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ:
১. রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১):-
বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম একটানা দীর্ঘ মৌলিক রচনা।
-
গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সংক্রান্ত প্রাচীন ও পরিচিত কাহিনিগুলো সংকলিত হয়েছে।
২. লিপিমালা (১৮০২): -
ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ।
-
চলিত ভাষা ও দেশীয় লোকের ব্যবহার পরিচয় করানোর উদ্দেশ্যে রচিত।
-
রচনাশৈলী সহজ সরল, মৌখিক রীতির কাছাকাছি এবং কথ্যরীতির অনুসারী।
-
সাধুভাষার প্রভাব থাকলেও রামরাম বসুর স্বতন্ত্র মৌলিক লেখক পরিচয় স্পষ্ট।
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
হরপ্রসাদ রায়: পুরুষ পরীক্ষা (১৮১৫)
-
রাজীবলোচন মুখোপাধ্যায়: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)

0
Updated: 3 weeks ago
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
রাধারানী
B
আনন্দমঠ
C
সীতারাম
D
দেবী চৌধুরানী

0
Updated: 1 month ago
বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
সারদামঙ্গল
B
বঙ্গসুন্দরী
C
বন্ধু বিয়োগ
D
স্বপ্নদর্শন
‘সারদামঙ্গল’ কাব্য
-
‘সারদামঙ্গল’ (১৮৭৯) কবি বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
এটি প্রথম প্রকাশিত হয়েছিল আর্যদর্শন পত্রিকায়।
-
আখ্যানকাব্য হলেও এর আখ্যানবস্তু খুব সামান্য; মূলত এটি একটি গীতিকবিতাধর্মী কাব্য।
-
কাব্যগ্রন্থটি মোট পাঁচটি সর্গে বিভক্ত।
-
‘ভোরের পাখি’ খ্যাত রোমান্টিক কবি বিহারীলাল এই কাব্যে প্রিয়তমার রূপে দেবী সারদার অনুসন্ধান করেছেন।
-
গ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃত।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন
রবীন্দ্রনাথ লিখেছিলেন—
"সূর্যাস্ত কালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে।"
বিহারীলাল চক্রবর্তীর অন্যান্য কাব্যগ্রন্থ
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদামঙ্গল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘সারদামঙ্গল’ কাব্য

0
Updated: 1 month ago