A
১৯০৯ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯১৭ সালে
উত্তরের বিবরণ
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য
মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ হলো ‘শ্রীকৃষ্ণকীর্তন’। এটি একটি গীতি-আলেখ্য, যার বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রণয়লীলা। মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদ-এর পরেই এর স্থান।
১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
এই কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। তাঁর প্রধান পরিচয়ই হলো ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের স্রষ্টা হওয়া। বসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভের মতে, বড়ু চণ্ডীদাসের জন্ম ১৩৩৯ খ্রিষ্টাব্দে এবং মৃত্যু ১৩৯৯ খ্রিষ্টাব্দে।

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 week ago
বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
বঙ্গসুন্দরী
B
সাধের আসন
C
বন্ধু বিয়োগ
D
সারদামঙ্গল
'সারদামঙ্গল' কাব্যগ্রন্থ:
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল' ১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত।
- এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত।
- কাব্যের প্রথম সর্গে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, দ্বিতীয় সর্গে হারানো আনন্দ লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, তৃতীয় সর্গে কবিচিত্তের দ্বন্দ্ব, চতুর্থ সর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্তের আশ্বাস লাভ, পঞ্চম সর্গে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র পাওয়া যায়।
- ‘সারদামঙ্গল' কাব্য সম্পূর্ণরূপে জীবনরহিত, বিশেষ সৌন্দর্যধ্যান।
- শেলির মতো বিহারীলাল তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রিশিখরে ভাব-সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।
বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেম প্রবাহিনী।

0
Updated: 1 week ago