বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি

0
Updated: 2 months ago
ফররুখ আহমদ কোন কাব্যের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
Created: 1 month ago
A
মুহূর্তের কবিতা
B
হাতেমতায়ী
C
সিরাজাম মুনীরা
D
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, শ্রীপুর, মাগুরা
-
ধরন: মুসলিম পুনর্জাগরণবাদী কবি
-
বিশেষ অর্জন:
-
১৯৪৪ সালে ‘লাশ’ কবিতার মাধ্যমে প্রথম খ্যাতি
-
১৯৬৬ সালে ‘হাতেমতায়ী’ কাব্যরে জন্য আদমজি পুরস্কার
-
১৯৬৬ সালে ‘পাখির বাসা’ শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ)
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
ভুসুকুপা কয়টি পদ রচনা করেন?
Created: 3 weeks ago
A
১০টি
B
৮টি
C
৯টি
D
৭টি
ভুসুকুপা চর্যাগীতি রচনার দিক থেকে ভুসুকুপা দ্বিতীয় স্থান অধিকার করেন। তাকে সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র হিসেবে গণ্য করা হয়। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেছেন।
ভুসুকুপার রচিত চর্যার পদগুলো হলো:
৬নং
২১নং
২৩নং
২৭নং
৩০নং
৪১নং
৪৩নং
৪৯নং
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। তিনি তাঁর রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁউআ খাল) এবং ‘বঙ্গাল’ দেশ ও ‘বঙ্গালী’ শব্দের উল্লেখ করেছেন।
‘আপনা মাংসে হরিণা বৈরী’ (৬নং পদ) এই বিখ্যাত পদের রচয়িতাও ভুসুকপাই।

0
Updated: 3 weeks ago
‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
প্রমথ চৌধুরী
B
শামসুর রাহমান
C
সুকান্ত ভট্টাচার্য
D
মানিক বন্দ্যোপাধ্যায়
'ছাড়পত্র' কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। কবির মৃত্যুর তিন মাস পর ১৯৪৭ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এক স্মরণীয় সংযোজন। গ্রন্থের অন্যতম বিখ্যাত পঙক্তি হলো—
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
-
সুকান্ত ভট্টাচার্য:
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
তাঁর কবিতায় শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিক্ষোভ ও বিদ্রোহের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে।
-
মৃত্যু: ১৯৪৭ সালের ১৩ মে, বয়স মাত্র ২০ বছর ৯ মাস।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ: ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি।
-

0
Updated: 2 weeks ago