বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)

0
Updated: 2 months ago
জহির রায়হানের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
সঙ্গম
B
বাহানা
C
জীবন থেকে নেয়া
D
কাঁচের দেয়াল
জহির রায়হান এবং তার চলচ্চিত্রকর্ম
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
জন্ম ও পরিচিতি:
-
জন্ম: ১৯৩৫, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
-
গল্পগ্রন্থ:
-
উল্লেখযোগ্য: সূর্যগ্রহণ
চলচ্চিত্র পরিচালনা:
-
প্রথম পরিচালিত রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা
-
কাঁচের দেয়াল: নিগার পুরস্কার অর্জিত শ্রেষ্ঠ চলচ্চিত্র
উপন্যাসসমূহ ও স্বীকৃতি:
-
উপন্যাস: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু
-
পুরস্কার: আদমজি সাহিত্য পুরস্কার (উপন্যাসের জন্য)
উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া, কখনও আসেনি, Stop Genocide, সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, বাহানা
-
বিশেষত্ব: জহির রায়হান বাংলা চলচ্চিত্রে নতুনত্ব এবং সামাজিক বাস্তবতা চিত্রায়নে বিশেষ অবদান রেখেছেন।

0
Updated: 1 month ago
‘কপালকুণ্ডলা’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?
Created: 1 month ago
A
কাপালিক
B
নবকুমার
C
কুমুদিনী
D
কুপালকুণ্ডলা
✦ কপালকুণ্ডলা (উপন্যাস)
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৬ খ্রিস্টাব্দে (বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস)
-
ধরণ: নিগূঢ় ভাবসঙ্গতির কারণে ‘রোমান্স’ শ্রেণির উপন্যাস।
-
কাহিনি:
-
অরণ্যে কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে রচিত।
-
কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের বিবাহ এবং তার সমাজ-সংস্কারবিরোধী অবস্থানের দ্বন্দ্বই মূল ঘটনা।
-
প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা ও ট্র্যাজিক পরিণতি উপন্যাসটিকে বিশেষ স্মরণীয় করে তুলেছে।
-
-
বৈশিষ্ট্য:
-
সম্রাট জাহাঙ্গিরের আমলের আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্রের বর্ণনা একত্রে পাওয়া যায়।
-
বঙ্কিমের জীবদ্দশায় উপন্যাসটির আটটি সংস্করণ প্রকাশিত হয়।
-
অনেক সমালোচকের মতে, এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস।
-
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
কপালকুণ্ডলা
-
নবকুমার
-
কাপালিক
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘কুমুদিনী’ কপালকুণ্ডলার চরিত্র নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
-
✦ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪)
-
পরিচয়: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম পুরুষ।
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
উপাধি: বাংলা উপন্যাসের জনক।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
প্রথম উপন্যাস: দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস)।
ত্রয়ী উপন্যাস
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 1 month ago
'গাহি’ সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' - পঙ্ক্তিটি কোন কবিতার অংশ?
Created: 1 month ago
A
মানুষ
B
সাম্যবাদী
C
সর্বহারা
D
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা
আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা থেকে গৃহীত।
‘মানুষ’ কবিতাটি তাঁর ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
উদ্ধৃত পঙক্তি:
গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
অগ্নি-বীণা
সঞ্চিতা
চিত্তনামা
মরুভাস্কর
সর্বহারা
ফণি-মনসা
চক্রবাক
সাম্যবাদী
ছায়ানট
নতুন চাঁদ
পুবের হাওয়া
জিঞ্জির
বাষের বাঁশি
দোলনচাঁপা
সিন্ধু হিন্দোল
ভাঙার গান
সন্ধ্যা ইত্যাদি

0
Updated: 1 month ago