কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত?
A
চণ্ডিকামঙ্গল
B
গৌরীমঙ্গল
C
গঙ্গামঙ্গল
D
মনসামঙ্গল
উত্তরের বিবরণ
লৌকিক শ্রেণি বা ধারা
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা নামে পরিচিত। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর)
-
সারদামঙ্গল
-
শিবমঙ্গল
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সূর্যমঙ্গল
পৌরাণিক শ্রেণি বা ধারা
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক মঙ্গলকাব্যের ধারা। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
অন্নদামঙ্গল
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল

0
Updated: 2 months ago
'ফেলুদা' কাল্পনিক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?
Created: 3 weeks ago
A
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B
সত্যজিৎ রায়
C
আবু ইসহাক
D
হুমায়ূন আহমেদ
ফেলুদা চরিত্র ও সত্যজিৎ রায়
১. ফেলুদা
-
স্রষ্টা: সত্যজিৎ রায়
-
ধরণ: কাল্পনিক গোয়েন্দা চরিত্র
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ সালের ডিসেম্বর, সন্দেশ পত্রিকা
২. ফেলুদা সিরিজ
-
মোট গল্প ও উপন্যাস: ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ
-
প্রকাশকাল: ১৯৬৫–১৯৯৭
-
প্রকাশ পত্রিকা: সন্দেশ
৩. প্রধান চরিত্র ও সহকারী
চরিত্র | ভূমিকা |
---|---|
ফেলুদা | প্রধান গোয়েন্দা |
তপেশরঞ্জন মিত্র (তোপসে) | ফেলুদার ছোটভাই ও সহকারী |
লালমোহন গাঙ্গুলি (জটায়ু) | লেখক ও সহকারী, ছদ্মনাম জটায়ু |
৪. বৈশিষ্ট্য
-
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় প্রভাবিত ছিলেন শার্লক হোমসের গল্প দ্বারা।
-
তোপসের চরিত্র ওয়াটসনের সঙ্গে মিল রয়েছে।
-
রায় নিজেই গল্পের প্রচ্ছদ ও অলংকরণ করতেন।

0
Updated: 3 weeks ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 1 month ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 1 month ago
‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
গবেষণামূলক প্রবন্ধ
B
নাট্য রচনা
C
আত্মজীবনীমূলক
D
ঐতিহাসিক উপন্যাস
নওয়াব ফয়জুন্নেসা
-
জন্ম: ১৮৩৪, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
-
পেশা ও পরিচয়: জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক, কবি
-
সামাজিক অবদান:
-
সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন
-
দীন-দরিদ্রের কল্যাণে কাজ করেছেন
-
বাংলা পত্রপত্রিকা যেমন: ‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’, ‘ইসলাম প্রচারক’-এর আর্থিক সহায়তা প্রদান করেছেন
-
-
উপাধি: মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে ‘নওয়াব’
-
সাহিত্যকর্ম:
-
গদ্য ও পদ্যে রচিত রূপজালাল (১৮৭৬) – আত্মজীবনীমূলক রচনা
-
কাব্য: সঙ্গীতসার, সঙ্গীতলহরী
-
-
মৃত্যু: ১৯০৩, স্বগ্রামে সমাহিত
-
সম্মাননা: ২০০৪ সালে একুশে পদক (মরণোত্তর)

0
Updated: 1 month ago