‘পদ্মাবতী’ কাব্যের দ্বিতীয় পর্বে কোন সুলতানের সামরিক অভিযানের বিবরণ রয়েছে?
A
আলাউদ্দিন খিলজি
B
আলাউদ্দিন হুসেন শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
ইলিয়াস শাহ
উত্তরের বিবরণ
পদ্মাবতী’ কাব্য
‘পদ্মাবতী’ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য এবং কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টি। এটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল ১৬৫১ সালে আরাকানের রাজা সাদ থদোমিন্তার রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে এই কাব্য রচনা করেন।
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত—
-
প্রথম পর্ব — সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের উদ্দেশ্যে চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
-
দ্বিতীয় পর্ব — রানি পদ্মাবতীকে অর্জনের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযান।

0
Updated: 2 months ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?
Created: 1 month ago
A
আবদুল গাফফার চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
সৈয়দ মুজতবা আলী
D
হুমায়ূন আজাদ
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন।
হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও সাংবাদিক হিসেবে খ্যাত।
- হাসান হাফিজুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
- তাঁর পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- সাহিত্যকর্মে তিনি জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও ন্মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটিয়েছে।
- ১৯৫৩ সালে তিনি সম্পাদনা করেন ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’।
প্রধান সাহিত্যকর্ম:
কবিতা: আর্ত শব্দাবলী, যখন উদ্যত সঙ্গীন, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী, ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ: আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্যে, সাহিত্য প্রসঙ্গ।
গল্পগ্রন্থ: আরও দুটি মৃত্যু।

0
Updated: 1 month ago
বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম দীর্ঘ মৌলিক রচনা কোনটি?
Created: 3 weeks ago
A
লিপিমালা
B
পুরুষ পরীক্ষা
C
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
D
রাজা প্রতাপাদিত্য চরিত্র
রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের প্রারম্ভিক স্তরের একজন গুরুত্বপূর্ণ রচয়িতা। তিনি ফারসি-নবিস মুনশী খেতাবে সুপরিচিত এবং বাংলা গদ্য-পদ্য রচনায় চলতি রীতির সঙ্গে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন।
-
রামরাম বসুর দুটি উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ:
১. রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১):-
বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম একটানা দীর্ঘ মৌলিক রচনা।
-
গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সংক্রান্ত প্রাচীন ও পরিচিত কাহিনিগুলো সংকলিত হয়েছে।
২. লিপিমালা (১৮০২): -
ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ।
-
চলিত ভাষা ও দেশীয় লোকের ব্যবহার পরিচয় করানোর উদ্দেশ্যে রচিত।
-
রচনাশৈলী সহজ সরল, মৌখিক রীতির কাছাকাছি এবং কথ্যরীতির অনুসারী।
-
সাধুভাষার প্রভাব থাকলেও রামরাম বসুর স্বতন্ত্র মৌলিক লেখক পরিচয় স্পষ্ট।
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
হরপ্রসাদ রায়: পুরুষ পরীক্ষা (১৮১৫)
-
রাজীবলোচন মুখোপাধ্যায়: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)

0
Updated: 3 weeks ago
'বেহুলা গীতাভিনয়'- নাটকটি কে রচনা করেন?
Created: 2 weeks ago
A
নবীনচন্দ্র সেন
B
মীর মশাররফ হোসেন
C
দীনবন্ধু মিত্র
D
দ্বিজেন্দ্রলাল রায়
‘বেহুলা গীতাভিনয়’ মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক—বাংলা সাহিত্যের ইতিহাসে একজন পথিকৃৎ মুসলমান সাহিত্যিক।
-
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
-
তাঁকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়।
-
তাঁর সাহিত্যগুরু ছিলেন গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ।
-
তাঁর প্রথম গ্রন্থ হলো ‘রত্নাবতী’।
-
ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার মফঃস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেন, এখান থেকেই তাঁর সাহিত্যজীবনের সূচনা।
-
তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন।
-
তিনি বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ হিসেবে বিবেচিত।
রচিত নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
রচিত প্রহসন:
-
টালা অভিনয়
-
এর উপায় কি
-
ফাঁস কাগজ
-
ভাই ভাই এইতো চাই
রচিত উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু
আত্মজীবনীমূলক রচনা:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী

0
Updated: 2 weeks ago