A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মাইকেল মধুসূদন দত্ত
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর ও বৈষ্ণব পদাবলি
রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণবীয় মনস্তত্ত্বের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। তাঁর সোনার তরী কাব্যগ্রন্থের বহু কবিতায়, বিশেষত বর্ষার ঋতুবৈচিত্র্যকে কেন্দ্র করে রচিত কবিতাগুলিতে, এই প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
কাদম্বরী দেবীর অনুরোধে তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন, যা ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ নামে পরিচিত। এর একটি সুপরিচিত উদাহরণ হলো—
“মরণরে, তুঁহু মম শ্যাম সমান”
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম; বাংলা সাহিত্যের কথা — ড. মুহম্মদ শহীদুল্লাহ; লাল নীল দীপাবলি; বাংলা সাহিত্যের রূপরেখা — গোপাল হালদার।

0
Updated: 2 weeks ago
'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 week ago
A
ভাঙার গান
B
দোলনচাঁপা
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
অগ্নিবীণা (কাজী নজরুল ইসলাম)
-
প্রকাশ: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিশেষত্ব:
-
কাব্যের জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’
-
‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল হন বিদ্রোহী কবি নামে পরিচিত
-
-
প্রথম কবিতা: প্রলয়োল্লাস
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২টি
কবিতার তালিকা
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ারা
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম

0
Updated: 1 week ago
‘চার ইয়ারি কথা’ কোন ধরনের গ্রন্থ?
Created: 1 week ago
A
গল্পগ্রন্থ
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধগ্রন্থ
চার ইয়ারী কথা’ (গল্পগ্রন্থ)
-
রচয়িতা: প্রমথ চৌধুরী
-
প্রকাশকাল: ১৯১৬
-
বিষয়বস্তু: চার বন্ধুর প্রেমের কাহিনী; নায়িকারা সকলেই ইউরোপীয়।
-
প্রথম নায়িকা: উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা: চোর
-
তৃতীয় নায়িকা: প্রতারক
-
চতুর্থ নায়িকা: মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে
-
-
বৈশিষ্ট্য: ভাষার চাতুর্য, সূক্ষ্ম ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা; ভাবালু প্রেমকাহিনীকে প্রতিবাদী রূপে উপস্থাপন।
প্রমথ চৌধুরী
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
-
উল্লেখযোগ্য রচনা:
-
বীরবলের হালখাতা (১৯০২, ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত) → প্রথমবার চলিত রীতি প্রয়োগ।
-
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 1 week ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago