১) মঙ্গলকাব্যের কবি নয় কে?
A
ঘনরাম চক্রবর্তী
B
জয়দেব
C
দ্বিজমাধম
D
মানিক দত্ত
উত্তরের বিবরণ
মঙ্গলকাব্য
বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনিকাব্য হিসেবে মঙ্গলকাব্যকে ধরা হয়। এটি দেবমাহাত্ম্য ও সমাজচিত্রভিত্তিক কাব্যের এক গুরুত্বপূর্ণ ধারা। ধারণা করা হয়, পঞ্চদশ শতক থেকে আঠারো শতকের শেষ পর্যন্ত এই ধরনের কাব্য রচিত হয়েছে।
প্রায় সব মঙ্গলকাব্যের কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে কাব্য রচনা করেছেন। মঙ্গলকাব্যের তিনটি প্রধান শাখা হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
এ কাব্যের প্রধান দেবতা ও দেবীরা হচ্ছেন মনসা, চণ্ডী এবং ধর্মঠাকুর। এর মধ্যে মনসা ও চণ্ডী—এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি। মঙ্গলকাব্যের দেব-দেবীরা মূলত অনার্য সংস্কৃতির দেবতা।
একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যে সাধারণত পাঁচটি অংশ থাকে—
-
বন্দনা
-
আত্মপরিচয়
-
দেবখণ্ড
-
মর্ত্যখণ্ড
-
শ্রুতিফল
মোট ৬২ জন মঙ্গলকাব্য কবির সন্ধান পাওয়া গেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
-
কানাহারি দত্ত
-
মানিক দত্ত
-
ভারতচন্দ্র
-
দ্বিজমাধব
-
ঘনরাম চক্রবর্তী
চণ্ডীমঙ্গল কাব্যধারায় দ্বিজমাধবকে ‘স্বভাবকবি’ বলা হয়।
অন্যদিকে, জয়দেব মঙ্গলকাব্যের কবি নন; তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর কবি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বিদ্যাপতি কোন রাজ্যের রাজসভার কবি ছিলেন?
Created: 1 week ago
A
রোসাঙ্গ
B
আরাকান
C
মিথিলা
D
গৌড়
বিদ্যাপতি (কবি)
-
কাল ও স্থিতি: পঞ্চদশ শতকের কবি, মিথিলার রাজসভায় কর্মরত
-
রাজার সান্নিধ্য: মিথিলার রাজা শিবসিংহের প্রিয় কবি
-
উপাধি: কবিকন্ঠহার
-
খ্যাতি: মৈথিল কোকিল
-
কোকিলের সুললিত সুরের মতো মৈথিলি ভাষায় পদাবলি ও গীতিকবিতা রচনা
-
-
ধারা: বৈষ্ণব কবি, পদসঙ্গীত ধারার রূপকার
-
স্রেষ্ঠ কীর্তি: ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
মতিচূর
B
অবরোধবাসিনী
C
পদ্মরাগ
D
সবগুলোই
পদ্মরাগ উপন্যাস ও রোকেয়া সাখাওয়াত হোসেন
পদ্মরাগ (উপন্যাস)
-
রচনা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো ফুটিয়ে তুলেছে; এমন প্রকাশ সম্ভব হিন্দু লেখকের পক্ষ থেকে সম্ভব ছিল না।
-
উৎসর্গ করা হয়েছে রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম।
নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ
-
রচয়িতা: রোকেয়া সাখাওয়াত হোসেন
-
গ্রন্থ: মতিচূর, অবরোধবাসিনী
রোকেয়া সাখাওয়াত হোসেন (জীবনী সংক্ষিপ্ত)
-
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
-
নারীর অধিকার ও শিক্ষার পথিকৃৎ; বাংলাদেশের নারী আন্দোলনের চিরঅম্লান অবদান।
-
১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)।
-
অনুবাদ গ্রন্থ: ‘Sultana’s Dream’ → সুলতানার স্বপ্ন।
-
প্রতীকী রচনা; Lady Land/নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে দুটি চরিত্রের নাম কী?
Created: 1 week ago
A
বিনোদিনী ও মহেন্দ্র
B
ধুসূদন ও কুমুদিনী
C
সুরেশ ও অচলা
D
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
চোখের বালি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯০৩
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
উল্লেখযোগ্য দিক:
-
বাংলা উপন্যাসে নতুন খাতার প্রবাহ।
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্র-পাত্রীর ব্যবহার।
-
কাহিনির ভার কমিয়ে ব্যক্তিত্ব ও মানসিক সংকটকে কেন্দ্র করে উপন্যাস।
-
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী
-
চরিত্রগত সংক্ষেপ:
-
বিনোদিনী: বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও দুঃখের কেন্দ্রবিন্দু
-
আশালতা: মহেন্দ্রের পতিব্রতা স্ত্রী
-
মহেন্দ্র: স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিনোদিনীর প্রতি আকর্ষণ
-
অন্য উল্লেখযোগ্য চরিত্রসমূহ
উপন্যাস | প্রধান চরিত্র |
---|---|
বিষবৃক্ষ | নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী |
গৃহদাহ | সুরেশ, অচলা |
যোগাযোগ | মধুসূদন, কুমুদিনী |
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 week ago