The metaphorical line "Life is but a walking shadow" is taken from which play?
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
King Lear
উত্তরের বিবরণ
“Life is but a walking shadow” লাইনটি William Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
নাটক: Macbeth
-
লেখক: William Shakespeare
-
রচনা সময়: ১৬০৬ (প্রকাশ: ১৬২৩)
-
অর্থ: জীবনের ক্ষণস্থায়ীতা, অস্থায়িত্ব ও অর্থহীনতা—জীবন কেবল অল্প সময়ের জন্য থাকা একটি ছায়ার মতো।
-
এই লাইনটি নাটকের Act V, Scene 1-এ উচ্চারিত হয়।
মূল চরিত্র:
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is a tale told by an idiot.”
-
“What’s done cannot be undone.”
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পদবী: English poet, dramatist, actor
-
পরিচিতি: Bard of Avon, Swan of Avon
উত্তর: Macbeth

0
Updated: 2 months ago
What is the adjective of the word 'Heart'?
Created: 1 month ago
A
Heart
B
Hearten
C
Heartening
D
Heartful
অপশনে উল্লিখিত শব্দগুলোর বিশ্লেষণ অনুযায়ী, Heart শব্দের adjective হলো Heartening।
শব্দগুলোর অর্থ:
-
Heart (noun): আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; হৃৎপিণ্ড; হৃদ্যন্ত্র; রক্তাশয়
-
Hearten (verb): উৎসাহ দেওয়া; উল্লসিত করা
-
Heartening (adjective): উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক
-
Heartful: (কোন শব্দ নেই)
সুতরাং, Heart এর adjective: Heartening
উৎস:

0
Updated: 1 month ago
Choose the correct sentence regarding gender usage:
Created: 4 weeks ago
A
The actor won her award for best performance.
B
The actress won her award for best performance.
C
The actress won his award for best performance.
D
The actor won their award for best performance.
Correct Answer: The actress won her award for best performance।
Explanation:
-
Actress শব্দটি female gender নির্দেশ করে।
-
ইংরেজিতে কোনো নারীর জন্য সাধারণত female pronouns ব্যবহার হয়, যেমন she, her, hers।
-
বাক্যে actress থাকলে pronoun অবশ্যই feminine হতে হবে। এখানে her ব্যবহার করা হয়েছে, যা she-এর objective form এবং সঠিক gender agreement তৈরি করে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) The actor won her award for best performance।
-
ভুল। "Actor" সাধারণত male বা male-oriented শব্দ, কিন্তু pronoun "her" female। Gender mismatch হয়েছে।
-
-
গ) The actress won his award for best performance।
-
ভুল। "Actress" female, কিন্তু pronoun "his" male। Gender agreement ভুল।
-
-
ঘ) The actor won their award for best performance।
-
ভুল। "Actor" male, কিন্তু pronoun "their" বহুবচন বা gender-neutral। একবচন male noun-এর সঙ্গে ব্যবহার করা ভুল।
-
Source:

0
Updated: 4 weeks ago
'Tom Jones' by Henry Fielding was first published in -
Created: 2 months ago
A
the 2nd half of the 16th century
B
the 1st half of the 17th century
C
the 1st half of the 18th century
D
the 1st half of the 19th century
The History of Tom Jones, a Foundling (Novel)
-
রচয়িতা: Henry Fielding
-
প্রকাশ: 1749 → 18শ শতকের প্রথমার্ধ
-
ধরণ: Comic novel, Picaresque style
-
কাহিনী:
-
Squire Allworthy সন্দেহ করেন Tom Jones তার servant Jenny Jones-এর অবৈধ সন্তান
-
Tom প্রেমে পড়ে Sophia Western-এর
-
শেষে তার আসল পরিচয় প্রকাশিত হয় এবং সে Sophia-কে বিয়ে করে
-
Henry Fielding
-
যুগ: The Age of Sensibility
-
পরিচয়: ইংরেজি উপন্যাসের অন্যতম প্রবর্তক, Samuel Richardson-এর সমসাময়িক
-
বিশেষত্ব: Comedy ও Social criticism-এ পারদর্শী, Picaresque novel-এর জন্য বিখ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews

0
Updated: 2 months ago