A
As You Like It
B
Othello
C
Macbeth
D
King Lear
উত্তরের বিবরণ
“Life is but a walking shadow” লাইনটি William Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
নাটক: Macbeth
-
লেখক: William Shakespeare
-
রচনা সময়: ১৬০৬ (প্রকাশ: ১৬২৩)
-
অর্থ: জীবনের ক্ষণস্থায়ীতা, অস্থায়িত্ব ও অর্থহীনতা—জীবন কেবল অল্প সময়ের জন্য থাকা একটি ছায়ার মতো।
-
এই লাইনটি নাটকের Act V, Scene 1-এ উচ্চারিত হয়।
মূল চরিত্র:
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is a tale told by an idiot.”
-
“What’s done cannot be undone.”
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পদবী: English poet, dramatist, actor
-
পরিচিতি: Bard of Avon, Swan of Avon
উত্তর: Macbeth

0
Updated: 2 weeks ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 6 days ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।

0
Updated: 6 days ago
Choose the plural form of 'Memorandum'.
Created: 1 week ago
A
Memorandumes
B
Memoranda
C
Memorandumies
D
Memorandi
Memorandum (Singular)
-
English meaning: a memo; an official note from one person to another within the same organization.
-
Bangla meaning: স্মারক
-
Plural form: memorandums or memoranda
-
Examples:
-
Michael Davis has prepared a memorandum outlining our need for an additional warehouse.
-
An internal memorandum.
-
Leaks of confidential memoranda.
-
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago
Sidney says even philosophers like Plato wrote in:
Created: 3 months ago
A
Plain language
B
Poetic style
C
Latin
D
French
Sidney বলেছেন যে দার্শনিকদের মধ্যে প্লেটো পর্যন্ত কবিতার শৈলী ব্যবহার করেছেন। অর্থাৎ, তারা সরল ভাষায় নয়, বরং কবিতার মতো সৃষ্টিশীল এবং রঙিন ভাষায় লেখেন। প্লেটোর লেখাগুলো কেবল যুক্তি-তর্ক নয়, তার মধ্যে একটি কাব্যিক ধরনও ছিল। Sidney এটি উল্লেখ করে দেখাতে চান যে কবিতা শুধু রূপকথা নয়, এটি জ্ঞানের প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 3 months ago