A
Wuthering Heights
B
Great Expectations
C
Jane Eyre
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
“Pride and Prejudice” উপন্যাসের রচয়িতা Jane Austen। এটি ১৮১৩ সালে প্রকাশিত একটি বিখ্যাত ইংরেজি উপন্যাস, যা ইংল্যান্ডের মধ্যবিত্ত পরিবার ও সামাজিক সম্পর্কের জীবনচিত্র তুলে ধরে। গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সির সম্পর্ক, যেখানে অহংকার, পূর্বধারণা এবং সামাজিক প্রথার প্রভাব দেখানো হয়েছে।
Jane Austen (1775–1817) ছিলেন ইংরেজি ঔপন্যাসিক, যিনি সামাজিক ব্যঙ্গ এবং নারীর জীবনের দৃষ্টিকোণ দিয়ে উপন্যাস লিখেছেন।
বিখ্যাত রচনা: Sense and Sensibility, Pride and Prejudice, Emma, Mansfield Park, Persuasion, Northanger Abbey
উত্তর: Jane Austen

0
Updated: 2 weeks ago
Samuel Beckett was a/an -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
British author
D
Russian author
Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

0
Updated: 2 weeks ago
"Art for art's sake" was the slogan of -
Created: 2 weeks ago
A
Renaissance Period
B
Neoclassical Period
C
Victorian Period
D
Romantic Period
• "Art for art's sake" was the slogan of - The Romantic Period.
- 1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic period began in 1798 with the publication of “Lyrical Ballads” a collection of romantic poems by William Wordsworth and S.T. Coleridge.
-The Romantic Period is the shortest period of English Literature, যার স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.

0
Updated: 2 weeks ago
Who wrote A Room with a View?
Created: 2 weeks ago
A
Virginia Woolf
B
E.M. Forster
C
D.H. Lawrence
D
Thomas Hardy
• A Room with a View:
- এটি E.M. Forster রচিত।
- এটি একটি novel.
- প্রকাশিত হয় 1908 সালে।
• ইতালিতে ছুটিতে থাকার সময়, ধনী তরুণী Lucy Honeychurch আবেগপ্রবণ ও উদ্যমী George Emerson-এর প্রতি আকৃষ্ট হন। তবে ইংল্যান্ডে ফিরে আসার পর, তিনি Cecil Vyse নামের এক আত্মকেন্দ্রিক ও সংস্কৃতিচর্চাকারী ব্যক্তির সাথে বাগদান করেন, যাকে ব্রিটিশ সমাজের রক্তশূন্য, শুষ্ক ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
• কিন্তু যখন Emerson পরিবার তাদের শহরে চলে আসে, তখন Lucy বুঝতে পারেন যে তিনি এখনো George-এর প্রতি আকৃষ্ট এবং Cecil-কে সত্যিকারের ভালোবাসেন না। George-এর বাবা Lucy-কে এই সত্য উপলব্ধি করতে উৎসাহিত করেন, যদিও Lucy-র পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল।
• E.M. Forster:
- তিনি একজন British writer.
- তিনি একাধারে একজন novelist, essayist এবং social ও literary critic.
- His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.

0
Updated: 2 weeks ago