A
Francis Bacon
B
Christopher Marlowe
C
Thomas Gray
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
“A wise man will make more opportunities than he finds” উক্তির রচয়িতা ফ্রান্সিস বেকন। এটি বোঝায় যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকেন না, বরং নিজস্ব চেষ্টা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করেন।
Francis Bacon (1561–1626) ছিলেন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, রাষ্ট্রনায়ক, ও সাহিত্যিক। তিনি বিজ্ঞানের পদ্ধতি, যুক্তিবাদী চিন্তাধারা প্রচার করেছেন এবং ১৬১৮–১৬২১ পর্যন্ত England-এর Lord Chancellor ছিলেন।
বিখ্যাত রচনা: The Essays, Advancement of Learning, The New Atlantis
বিখ্যাত উক্তি:
-
It is impossible to love and be wise.
-
For knowledge, too, is itself power.
-
Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.
-
A wise man will make more opportunities than he finds.
উত্তর: ফ্রান্সিস বেকন

0
Updated: 2 weeks ago
Who plays the role of a foil to Mr. Darcy’s character?
Created: 20 hours ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Bingley
D
Mr. Wickham
Foil মানে হলো বিপরীত চরিত্র, যার মাধ্যমে মূল চরিত্রের গুণ স্পষ্ট হয়। Darcy গম্ভীর, নীতিবান ও দায়িত্বশীল। তার বিপরীতে Wickham মোহনীয় কিন্তু প্রতারক। প্রথমে Elizabeth ও পাঠক Wickham-কে আকর্ষণীয় ভাবে দেখে, আর Darcy-কে অহংকারী ভাবে।
কিন্তু পরে সত্য প্রকাশ পায়—Darcy আসলে নৈতিকভাবে শক্তিশালী, আর Wickham দুর্নীতিগ্রস্ত। এই বিপরীতে Austen দেখান, সত্যিকার ভদ্রতা বাহ্যিক আচরণে নয়, নৈতিকতায়।

0
Updated: 20 hours ago
Who wrote the influential scientific work titled "The Origin of Species"?
Created: 1 week ago
A
Charles Darwin
B
Karl Marx
C
Thomas Babington Macaulay
D
John Stuart Mill
• The influential scientific work titled "On the Origin of Species" was written by – Charles Darwin.
• On the Origin of Species
-
১৮৫৯ সালে Darwin এই গ্রন্থটি রচনা করেন।
-
১৮৩১ সালে তিনি British Royal Navy এর জাহাজ HMS Beagle-এ করে বিশ্বজুড়ে পাঁচ বছরের সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।
-
এই ভ্রমণের সময় উদ্ভিদ ও প্রাণিজগত পর্যবেক্ষণ তাঁর Evolutionary Theory গঠনে সহায়তা করে।
-
এই বইয়ের মাধ্যমে তিনি Natural Selection মতবাদ উপস্থাপন করেন।
• Charles Darwin
-
তিনি একজন ইংরেজ প্রকৃতিবিদ (Naturalist)।
-
তিনি Natural Selection-এর মাধ্যমে Theory of Evolution প্রস্তাব করেন।
-
তিনি Agnostic ছিলেন।
-
তাঁর মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
-
তাঁর তত্ত্ব তৎকালীন ধর্মীয় সমাজকে চমকে দিয়েছিল।
• Notable Works
-
On the Origin of Species (1859),
-
The Descent of Man (1871),
-
The Voyage of the Beagle (1839)।
Source: Britannica

0
Updated: 1 week ago
Polonius believes that the cause of Hamlet's madness is...
Created: 6 days ago
A
Grief over his father's death.
B
His ambition for the crown.
C
His rejected love for Ophelia.
D
His discovery of Claudius's crime.
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
No subjects available.
Polonius and Hamlet’s Madness:
-
Polonius believes that Hamlet’s erratic behaviour is caused by his unrequited love for Ophelia.
-
After instructing his daughter to reject Hamlet's advances and return his letters, Polonius interprets Hamlet's subsequent strange actions as a direct result of this romantic rejection.
-
He confidently presents this theory to King Claudius and Queen Gertrude, asserting that Ophelia's refusal of Hamlet's love "hath made him mad."

0
Updated: 6 days ago