A
John Milton
B
Lord Byron
C
Alfred Tennyson
D
William Wordsworth
উত্তরের বিবরণ
“The Solitary Reaper” কবিতার রচয়িতা William Wordsworth। ১৮০৭ সালে প্রকাশিত এই কবিতায় একটি পাহাড়ি মেয়ের একাকী গান গাওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে, যা কবির মনকে গভীরভাবে স্পর্শ করে। মেয়েটি তার নিজস্ব ভাষায় প্রকৃতির শান্তি ও দুঃখ প্রকাশ করছে।
William Wordsworth ছিলেন রোমান্টিক আন্দোলনের প্রধান কবি, যিনি সাধারণ মানুষের জীবন ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় ফুটিয়ে তোলেন। ১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সাথে যৌথভাবে প্রকাশিত Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
বিখ্যাত রচনা: Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Lucy poems, Rainbow।
উপাধি: Poet of Nature, Poet of Childhood, Lake Poet।
উত্তর: ঘ) William Wordsworth

0
Updated: 2 weeks ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago
Sidney says even philosophers like Plato wrote in:
Created: 3 months ago
A
Plain language
B
Poetic style
C
Latin
D
French
Sidney বলেছেন যে দার্শনিকদের মধ্যে প্লেটো পর্যন্ত কবিতার শৈলী ব্যবহার করেছেন। অর্থাৎ, তারা সরল ভাষায় নয়, বরং কবিতার মতো সৃষ্টিশীল এবং রঙিন ভাষায় লেখেন। প্লেটোর লেখাগুলো কেবল যুক্তি-তর্ক নয়, তার মধ্যে একটি কাব্যিক ধরনও ছিল। Sidney এটি উল্লেখ করে দেখাতে চান যে কবিতা শুধু রূপকথা নয়, এটি জ্ঞানের প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 3 months ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 19 hours ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 19 hours ago