A
Thomas Gray
B
William Wordsworth
C
Lord Byron
D
William Blake
উত্তরের বিবরণ
"An Elegy Written in a Country Churchyard" কবিতার রচয়িতা Thomas Gray। এটি ১৭৫১ সালে লেখা একটি বিখ্যাত Elegy, যা গ্রামের কবরস্থানকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং তাদের গুণাবলীকে গভীরভাবে চিত্রিত করে। কবিতায় জীবনের ক্ষণস্থায়িতা ও মৃত্যুর অনিবার্যতা ফুটে উঠেছে।
Thomas Gray একজন প্রখ্যাত Graveyard Poet এবং Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
বিখ্যাত কবিতা: An Elegy Written in a Country Churchyard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy।
উত্তর: Thomas Gray

0
Updated: 2 weeks ago
Choose the correct one.
Created: 6 days ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 6 days ago
Which theme is most clearly represented in Charlotte Lucas’s marriage?
Created: 20 hours ago
A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 20 hours ago
Who was known as the "Poet of the Poets"?
Created: 2 weeks ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.

0
Updated: 2 weeks ago