The poem "An Elegy Written in a Country Churchyard" was penned by which poet?
A
Thomas Gray
B
William Wordsworth
C
Lord Byron
D
William Blake
উত্তরের বিবরণ
"An Elegy Written in a Country Churchyard" কবিতার রচয়িতা Thomas Gray। এটি ১৭৫১ সালে লেখা একটি বিখ্যাত Elegy, যা গ্রামের কবরস্থানকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং তাদের গুণাবলীকে গভীরভাবে চিত্রিত করে। কবিতায় জীবনের ক্ষণস্থায়িতা ও মৃত্যুর অনিবার্যতা ফুটে উঠেছে।
Thomas Gray একজন প্রখ্যাত Graveyard Poet এবং Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
বিখ্যাত কবিতা: An Elegy Written in a Country Churchyard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy।
উত্তর: Thomas Gray

0
Updated: 2 months ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 2 months ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 2 months ago
'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
Created: 1 month ago
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens

0
Updated: 1 month ago
He _________ home the day before yesterday.
Created: 1 month ago
A
came
B
has come
C
had been come
D
come
The correct answer is ক) came
Complete sentence: He came home the day before yesterday.
Explanation:
-
Words like yesterday, ago, last week/month/year, day before yesterday indicate a specific time in the past.
-
When the action happened at a definite past time, the past form of the verb must be used, even if in Bengali the sentence seems present-like.
Examples:
-
He came home the day before yesterday.
-
She bought the book last month.
-
Father came home yesterday.
-
I saw him long ago.
Incorrect forms explained:
-
খ) has come → Present perfect is used for indefinite past, not for a specified past time.
-
গ) had been come → Wrong structure; “come” is intransitive and doesn’t form passive.
-
ঘ) come → Base form is incorrect; past tense came is required.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago