A
essay
B
play
C
poem
D
novel
উত্তরের বিবরণ
A Tale of a Tub (play) রচনা করেছেন Ben Jonson। এটি ১৬৩৩ সালে মঞ্চায়িত হয় এবং ১৬৪০ সালে প্রকাশিত হয়।
Ben Jonson একজন ইংরেজ Stuart যুগের নাট্যকার, লিরিক কবি ও সাহিত্য সমালোচক। তিনি Comedy of Humours-এর প্রতিষ্ঠাতা এবং Shakespeare-এর পরে Stuart যুগের দ্বিতীয় প্রধান নাট্যকার হিসেবে বিবেচিত।
বিঃদ্রঃ
-
Ben Jonson – A Tale of a Tub (play)
-
Charles Dickens – A Tale of Two Cities
-
Jonathan Swift – A Tale of a Tub (fiction)

0
Updated: 2 weeks ago
"A man of parts" describes someone who is:
Created: 1 week ago
A
A strict leader
B
A puzzle solver
C
Physically strong
D
Skilled in many areas
Correct Answer: Skilled in many areas
A man of many parts / A man of parts (idiom)
English Meaning:
A man with great ability in many different areas.
Bangla Meaning:
অত্যন্ত দক্ষ / মেধাবী।
Other Options:
ক) A strict leader → এটি বোঝায় “disciplinarian” বা “taskmaster”।
খ) A puzzle solver → এটি একজন বিশ্লেষণধর্মী বা যৌক্তিক চিন্তাশীল মানুষকে বোঝায়, তবে অর্থ খুব সীমিত।
গ) Physically strong → এটি “a man of muscle”-এর জন্য প্রযোজ্য, “a man of parts”-এর জন্য নয়।
Example Sentence:
-
Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ ব্যক্তি।
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 4 weeks ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 4 weeks ago
Why does Elizabeth reject Mr. Collins’s proposal?
Created: 20 hours ago
A
She is already in love with Darcy
B
She cannot respect him
C
Her father forbids her
D
Collins is poor
Elizabeth জানে বিয়েতে ভালোবাসা না থাকলেও পারস্পরিক সম্মান জরুরি। Mr. Collins বোকা, আত্মগর্বী ও তোষামোদে ভরা চরিত্র। Elizabeth বুঝতে পারে তার সঙ্গে বিয়ে মানে জীবনভর কষ্ট। তাই সে Collins-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীকে সমাজ শুধু নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য করলেও, Elizabeth নিজের স্বাধীনতা রক্ষা করে। এটি তাকে আধুনিক ও শক্তিশালী নায়িকা করে তোলে।

1
Updated: 20 hours ago