'Easter 1916' belongs to which poet?
A
William Blake
B
Jonathan Swift
C
Thomas Hardy
D
William Butler Yeats
উত্তরের বিবরণ
‘Easter 1916’ কবিতাটি আইরিশ কবি William Butler Yeats রচনা করেছেন। এটি ১৯১৬ সালের আইরিশ অভ্যুত্থান (Easter Rising) স্মরণে লেখা, যেখানে স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দেয়া মানুষের সাহস ও আত্মত্যাগের গল্প উপস্থাপিত হয়েছে। কবিতায় Yeats তাদের ত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন।
William Butler Yeats একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার। আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিখ্যাত রচনা: Easter 1916, The Second Coming, Sailing to Byzantium। তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উত্তর: William Butler Yeats

0
Updated: 2 months ago
Do you know the answer _____ this question?
Created: 1 month ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

0
Updated: 1 month ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 1 month ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।

0
Updated: 1 month ago
Choose the correct sentence from the options below:
Created: 4 weeks ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-

0
Updated: 4 weeks ago