A
William Blake
B
Jonathan Swift
C
Thomas Hardy
D
William Butler Yeats
উত্তরের বিবরণ
‘Easter 1916’ কবিতাটি আইরিশ কবি William Butler Yeats রচনা করেছেন। এটি ১৯১৬ সালের আইরিশ অভ্যুত্থান (Easter Rising) স্মরণে লেখা, যেখানে স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দেয়া মানুষের সাহস ও আত্মত্যাগের গল্প উপস্থাপিত হয়েছে। কবিতায় Yeats তাদের ত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন।
William Butler Yeats একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার। আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিখ্যাত রচনা: Easter 1916, The Second Coming, Sailing to Byzantium। তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উত্তর: William Butler Yeats

0
Updated: 2 weeks ago
Plural form of 'Axis' -
Created: 6 days ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 6 days ago
The Silent Woman is a play written by which playwright?
Created: 4 weeks ago
A
Thomas Dekker
B
Christopher Marlowe
C
John Fletcher
D
Ben Jonson
• The Silent Woman নাটকটি লিখেছেন Ben Jonson। এটি Jacobean যুগের একটি বিখ্যাত কমেডি নাটক। নাটকটির মূল চরিত্র Morose একজন মানুষ, যে চুপচাপ জীবন পছন্দ করে এবং কথা বলা নারীদের সহ্য করতে পারে না। এই নাটকে হাস্যরস, প্রতারণা এবং সামাজিক মন্তব্য মিলেমিশে আছে। অন্য অপশনগুলো বিবেচনা করলে—Thomas Dekker ছিলেন Elizabethan নাট্যকার, যিনি "The Shoemaker's Holiday" লিখেছেন; Christopher Marlowe "Doctor Faustus" এর জন্য বিখ্যাত এবং ট্র্যাজেডির উপর জোর দিয়েছেন; আর John Fletcher অনেক নাটক Shakespeare-সহযোগে লিখেছেন, তবে তিনি "The Silent Woman" এর লেখক নন। সুতরাং, সঠিক উত্তর হলো: ঘ) Ben Jonson.

0
Updated: 4 weeks ago
Animal Farm is written by -
Created: 2 weeks ago
A
William Golding
B
George Orwell
C
Boris Pasternak
D
Charles Dickens
Animal Farm
-
রচয়িতা: George Orwell (আসল নাম Eric Arthur Blair)
-
ধরণ: Political allegory, Satire, Anti-utopian novel
-
মূল বিষয়: বিপ্লব, ক্ষমতার অপব্যবহার, আদর্শের অবক্ষয়, ভাষার প্রভাব
-
কাহিনি: খামারের পশুরা মালিককে উৎখাত করে, কিন্তু ক্ষমতা দখল করে নয়া স্বৈরশাসক
-
চরিত্র:
-
মানুষ: Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington, Mr. Frederick
-
পশু: Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel
-
George Orwell
-
পরিচয়: English novelist, essayist, critic (Modern Period)
-
খ্যাতি: Animal Farm, Nineteen Eighty-four
Notable works:
-
A Clergyman’s Daughter
-
A Hanging
-
Burmese Days
-
Coming Up for Air
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying

0
Updated: 2 weeks ago