'Lyrical Ballads' was a collaborative work between which two poets?
A
William Blake & Samuel Johnson
B
Alfred Tennyson & Robert Browning
C
William Wordsworth & John Milton
D
Samuel Taylor Coleridge & William Wordsworth
উত্তরের বিবরণ
‘Lyrical Ballads’ (১৭৯৮) ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা কাব্যগ্রন্থ, যা যৌথভাবে রচনা করেছিলেন Samuel Taylor Coleridge এবং William Wordsworth। গ্রন্থটি সাধারণ মানুষের জীবন ও অনুভূতিকে সরল ভাষায় উপস্থাপন করে, যা তখনকার প্রচলিত সাহিত্যের ধারা থেকে ভিন্ন। এতে মোট ২৩টি কবিতা ছিল—১৯টি Wordsworth-এর এবং ৪টি Coleridge-এর।
উত্তর: ঘ) Samuel Taylor Coleridge & William Wordsworth

0
Updated: 2 months ago
"A Little Cloud" is a short story written by -
Created: 1 month ago
A
George Orwell
B
D. H. Lawrence
C
James Joyce
D
O' Henry
A Little Cloud হলো James Joyce–এর রচিত একটি ছোটগল্প, যা তার বিখ্যাত সংকলন Dubliners (1914)–এর অন্তর্ভুক্ত। গল্পটি ডাবলিন শহরের মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা, হতাশা এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
Characters
-
Little Chandler
-
Ignatius Gallaher
সারসংক্ষেপ
-
শান্ত স্বভাবের অফিসকর্মী Little Chandler তার পুরনো বন্ধু Gallaher–এর সঙ্গে দেখা করেন।
-
Gallaher-এর সফল জীবনের সঙ্গে নিজের সীমাবদ্ধ জীবন তুলনা করে Chandler হতাশ হয়ে পড়েন।
-
Chandler কবি হওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হয়নি; সংসার ও জীবনের একঘেয়েমিতে তিনি বিষণ্নতায় ভোগেন।
-
গল্পের শেষে Chandler সন্তানের কোলে কান্নায় ভেঙে পড়েন, যা স্বপ্নভঙ্গ এবং জীবনের শূন্যতা প্রকাশ করে।
James Joyce
-
জন্ম: ১৮৮২, ডাবলিন, আয়ারল্যান্ড
-
তিনি একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন।
-
বিংশ শতাব্দীর Modern Period–এর একজন গুরুত্বপূর্ণ novelist।
-
Ulysses হলো তার বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
Stream-of-consciousness narrative technique–এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
-
Dubliners (1914)–এ ১৫টি ছোটগল্পের সংকলন রয়েছে।
Notable Works
-
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case, ইত্যাদি।
-
Plays: Exiles
-
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach

0
Updated: 1 month ago
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
Created: 1 month ago
A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
'Paradise Lost' attempted to
Created: 2 months ago
A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 2 months ago