Paradise Lost by John Milton is composed in -
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
উত্তরের বিবরণ
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse

0
Updated: 2 months ago
"Heard melodies are sweet, but those unheard are sweeter." — Who quote it?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
W. Wordsworth
C
T.S. Eliot
D
John Keats
✦ Poem: Ode on a Grecian Urn
Author: John Keats
Period: Romantic Era
Published: 1820
Structure: 5 stanzas
Summary / Significance:
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা বলা হয়েছে।
-
কবি শিল্প, সৌন্দর্য, এবং সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
-
এর মূল বক্তব্য: যদিও ভালোবাসা হারানো মানুষের নিয়তি নির্ধারিত, তবুও তারা ভালোবাসার সৌন্দর্য পূর্ণ করতে পারে।
Famous Quotes from the Poem:
-
“Heard melodies are sweet, but those unheard are sweeter.”
-
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
✦ John Keats's Famous Poems
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St
-
La Belle Dame Sans Merci

0
Updated: 1 month ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 1 month ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 1 month ago
What does a geologist study?
Created: 1 month ago
A
The Earth
B
The Stars
C
The Oceans
D
The Weather
English
English Grammar
English Literature
Jurisprudence was the first of the social sciences to be born-Wurzel
Explanation:
-
A geologist studies the Earth, its structure, composition, and processes.
-
The primary object of a geologist’s study is the Earth.
Example Sentences:
-
The geologist found fossils while digging in the soil.
-
Geologists use special tools to examine the Earth's layers.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago