The God of Small Things belongs to which author?
A
William Blake
B
George Orwell
C
Arundhati Roy
D
Alexander Pope
উত্তরের বিবরণ
The God of Small Things (১৯৯৭) ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় (পুরো নাম Suzanna Arundhati Roy) রচিত প্রথম ও বিখ্যাত উপন্যাস, যা বুকার পুরস্কার লাভ করে। ১৯৬০ সালের কেরালার প্রেক্ষাপটে এক পরিবারের গল্পের মাধ্যমে প্রেম, সামাজিক বৈষম্য, লিঙ্গভিত্তিক ও রাজনৈতিক জটিলতা চিত্রিত হয়েছে। উপন্যাসটি ছোট ছোট বিষয়ে জীবনের গভীর প্রভাবকে তুলে ধরে।
বিখ্যাত রচনা: The God of Small Things, The Ministry of Utmost Happiness।
উত্তর: গ) অরুন্ধতী রায়

0
Updated: 2 months ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 month ago
The Renaissance period was-
Created: 1 week ago
A
1066 - 1500
B
1660 - 1785
C
1798 - 1832
D
1500 - 1660
The period from 1500 to 1660 in English literature is known as the Renaissance Period. This era marks the revival of classical learning, humanism, and artistic expression influenced by Greek and Roman ideals. It is often regarded as the age of literary brilliance, featuring writers like William Shakespeare, Edmund Spenser, Sir Philip Sidney, and Christopher Marlowe.
The major periods or ages of English literature are as follows:
-
450 – 1066: The Old English Period (Anglo-Saxon Age)
-
1066 – 1500: The Middle English Period
-
1500 – 1660: The Renaissance Period
-
1660 – 1785: The Neoclassical Period
-
1798 – 1832: The Romantic Period
-
1832 – 1901: The Victorian Period
-
1901 – 1939: The Modern Period
-
1939 – Till now: The Postmodern Period

0
Updated: 1 week ago
Although he was injured, he kept running. [Compound]
Created: 3 weeks ago
A
He was injured, yet he kept running.
B
He was injured, but yet he kept running.
C
He was injured, so yet he kept running.
D
He was injured, he kept running.
“Though/Although” যুক্ত complex sentence কে compound sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন Although he was injured, he kept running কে compound sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
Though/Although যুক্ত complex sentence-এর দুইটি independent clause আলাদা করতে হবে।
-
দুইটি clause-এর মধ্যে but বা yet ব্যবহার করতে হবে, কারণ এই conjunction-গুলো contrast বা বিপরীত অর্থ বোঝায়।
-
অর্থাৎ, দুইটি clause যদি পরস্পর বিপরীত অর্থ বহন করে, তখন but/yet ব্যবহার করে compound sentence তৈরি করতে হয়।
Structure:
Independent clause + but/yet + independent clause
উদাহরণ:
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor but honest.
ভুল বিকল্পগুলো এবং কারণ:
-
He was injured, but yet he kept running
-
এখানে but yet ব্যবহার করা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং ভুল, কারণ উভয়ই contrast বোঝায়।
-
সাধারণভাবে একটিমাত্র coordinating conjunction ব্যবহার করা উচিত।
-
-
He was injured, so yet he kept running
-
এখানে so ব্যবহার করা হয়েছে, যার অর্থ “ফলস্বরূপ”, কিন্তু sentence-এর অর্থ হলো বিপরীত, তাই এটি ভুল।
-
so yet একসাথে ব্যবহার করা অর্থগত ও ব্যাকরণগতভাবে সঠিক নয়।
-
-
He was injured, he kept running
-
এখানে দুইটি independent clause আছে কিন্তু coordinating conjunction নেই, তাই এটি ব্যাকরণগতভাবে ভুল।
-
সঠিকভাবে লিখতে হলে but বা yet ব্যবহার করতে হবে।
-
Source:

0
Updated: 3 weeks ago