Identify the author of The Vision of Judgement:
A
Lord Byron
B
John Donne
C
P. B. Shelley
D
Alexander Pope
উত্তরের বিবরণ
The Vision of Judgement (১৮১২) ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গকার Lord Byron (পুরো নাম George Gordon Byron) রচিত একটি স্যাটায়ারিক কবিতা, যা Poet Laureate Robert Southey-র A Vision of Judgement-এর জবাবে লেখা। এতে irony, hyperbole ও sarcasm ব্যবহার করে রাজা জর্জ তৃতীয়-এর মৃত্যু, রাজতন্ত্র ও সমাজব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে, পাশাপাশি রাজার প্রতি কিছু সমবেদনা প্রকাশ পেয়েছে।
বিখ্যাত রচনা: Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, She Walks in Beauty, Heaven and Earth।
উত্তর: Lord Byron

0
Updated: 2 months ago
Who said, "The less I speak, the more I meditate"?
Created: 1 month ago
A
Thomas Kyd
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
John Milton
উত্তর হবে Thomas Kyd। এটি তার বিখ্যাত নাটক The Spanish Tragedy থেকে নেওয়া।
The Spanish Tragedy
-
এটি Revenge Tragedy ধারার একটি উল্লেখযোগ্য নাটক।
-
Revenge Tragedy হলো এমন একটি ট্র্যাজেডি যেখানে প্রতিশোধের সন্ধান প্রদর্শিত হয় এবং রক্তপাত ও হিংসার মাধ্যমে কাহিনি এগোয়।
-
সাধারণত Senecan tragedy-এর প্রভাব অনুসরণ করে Revenge Tragedy লেখা হয়।
-
Thomas Kyd-এর The Spanish Tragedy Elizabethan Period-এ Revenge Tragedy-এর জনপ্রিয়তা বৃদ্ধি করে।
সারসংক্ষেপ
-
নাটকের শুরু হয় Don Andrea নামক এক স্প্যানিশ অভিজাতের ভূতের মাধ্যমে, যিনি সম্প্রতি Portugal-এ যুদ্ধে নিহত হন।
-
মৃত্যুপরবর্তী সময়ে Don Andrea তার প্রতিশোধের আত্মা (Spirit of Revenge)-এর সঙ্গে উপস্থিত হন।
-
ভূতের মাধ্যমে তিনি জানান যে Portuguese prince Balthazar-এর সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।
-
তিনি যুদ্ধের বিবরণ জানান এবং প্রেমিকা Bel-Imperia-এর সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক তুলে ধরেন।
-
নাটকটি মূলত প্রেম, প্রতিশোধ এবং মর্যাদা-কে কেন্দ্র করে, যা দর্শকদের উপর গভীর প্রভাব ফেলে।
প্রধান চরিত্রসমূহ
-
Hieronimo (প্রধান চরিত্র)
-
Bel-Imperia (প্রধান নারী চরিত্র)
-
Lorenzo
-
Balthazar
-
Horatio
-
Ghost of Don Andrea ইত্যাদি
বিখ্যাত উক্তি
-
“The less I speak, the more I meditate.”
Thomas Kyd (1557–1595)
-
একজন ইংরেজি নাট্যকার এবং Elizabethan Period-এর লেখক।
-
তিনি University Wit-এর একজন সদস্য ছিলেন।
-
Revenge Tragedy সহ Elizabethan drama-এর বিকাশে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)

0
Updated: 1 month ago
Choose the correct one.
Created: 1 month ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 1 month ago
'Cowards die many times before their deaths: The valiant never taste of death but once'. In which play of Shakespeare do you find this quote?
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Romeo and Juliet
C
The Tempest
D
Twelfth Night
"Cowards die many times before their deaths; the valiant never taste of death but once" William Shakespeare-এর নাটক Julius Caesar থেকে নেওয়া হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র Julius Caesar এই উক্তিটি করেছেন,
যা একটি metaphor হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে বোঝানো হয়েছে যে ভীতুরা মৃত্যুর ভয় অনেকবার অনুভব করে, কিন্তু সাহসীরা শুধুমাত্র একবারই মৃত্যুর স্বাদ পায়।
-
Julius Caesar:
-
এটি William Shakespeare-এর একটি Historical Play এবং Tragedy।
-
১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
Julius Caesar ছিলেন রোমের একজন রাজা ও সামরিক নেতা।
-
তার betrayer ছিলেন Brutus।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত হয়, যা Caesar-এর হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে তাদের হত্যার পরিকল্পনায় যোগ দিতে রাজি করায়।
-
Caesar-এর অত্যধিক ক্ষমতা অর্জন প্রতিরোধ করতে Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং তাদের সাথে লড়াই করে।
-
-
এই tragedy-এর বিখ্যাত উক্তি:
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" ("You too, Brutus?") – Julius Caesar-এর শেষ কথা
-
-
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
জন্মস্থান: Stratford Avon
-
তিনি একজন English poet, dramatist, এবং actor
-
পরিচিতি: English national poet, Bard of Avon, বা Swan of Avon
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet
-
-
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous poems: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
-

0
Updated: 3 weeks ago