A
Lord Byron
B
John Donne
C
P. B. Shelley
D
Alexander Pope
উত্তরের বিবরণ
The Vision of Judgement (১৮১২) ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গকার Lord Byron (পুরো নাম George Gordon Byron) রচিত একটি স্যাটায়ারিক কবিতা, যা Poet Laureate Robert Southey-র A Vision of Judgement-এর জবাবে লেখা। এতে irony, hyperbole ও sarcasm ব্যবহার করে রাজা জর্জ তৃতীয়-এর মৃত্যু, রাজতন্ত্র ও সমাজব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে, পাশাপাশি রাজার প্রতি কিছু সমবেদনা প্রকাশ পেয়েছে।
বিখ্যাত রচনা: Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, She Walks in Beauty, Heaven and Earth।
উত্তর: Lord Byron

0
Updated: 2 weeks ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 1 week ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 week ago
The word 'Impeach' implies-
Created: 1 week ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Which of the following novels is written by Boris Pasternak?
Created: 1 week ago
A
Things Fall Apart
B
Doctor Zhivago
C
The Alchemist
D
Les Miserables
Doctor Zhivago
Author: Boris Pasternak (Russian novelist)
-
Doctor Zhivago হলো রুশ সাহিত্যিক Boris Pasternak-এর বিখ্যাত উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৫৭ সালে ইতালিতে প্রথম প্রকাশিত, তবে সোভিয়েত ইউনিয়নে ১৯৮৭ সালে এটি প্রকাশের অনুমতি পায়।
-
উপন্যাসটির কাহিনি রচিত হয়েছে ১৯১৭ সালের রুশ বিপ্লব ও এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে।
-
মূল বিষয়: বিপ্লব ও বিপ্লব-পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের সংগ্রাম।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তাঁর প্রেমিকা Lara।
-
উপন্যাসে বিপ্লবের নৃশংসতা ও রাজনৈতিক অস্থিরতা Zhivago চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।
-
এই উপন্যাসটি Pasternak-এর best-seller, এবং ১৯৫৮ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয়।
-
তবে সোভিয়েত সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে, Pasternak-কে Union of Soviet Writers থেকে বহিষ্কার করে এবং চাপে পড়ে তিনি নোবেল পুরস্কার গ্রহণের পরেও তা ফেরত দিতে বাধ্য হন।
-
পরবর্তীতে ১৯৮৭ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উপন্যাসটি দেশে প্রকাশিত হয়।
-
১৯৯৮ সালে রাশিয়ায় পুনরায় প্রকাশিত হয়।
Boris Pasternak (1890–1960)
-
পূর্ণ নাম: Boris Leonidovich Pasternak।
-
তিনি ছিলেন একজন রুশ কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।
-
বিখ্যাত উপন্যাস: Doctor Zhivago (যার জন্য ১৯৫৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
-
তিনি William Shakespeare-এর বহু নাটক রুশ ভাষায় অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
Other Important Works & Authors
-
Things Fall Apart → Nigerian novelist Chinua Achebe।
-
The Alchemist → Brazilian author Paulo Coelho।
-
Les Misérables → French author Victor Hugo।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago