জাপানের পার্লামেন্টের নাম-
A
ডায়েট
B
পিনসাস
C
নেসেট
D
শুরা
উত্তরের বিবরণ
জাপানের আইনসভার নাম ডায়েট।
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
⇒বিভিন্ন দেশের আইনসভা:
- জাতীয় সংসদ: বাংলাদেশের আইনসভা।
- সংসদ: ভারতের আইনসভা।
- সোংডু: ভুটানের আইনসভা।
- কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- ডেল আয়ারম্যান বা ওয়ারেখটাস: আয়ারল্যান্ডের আইনসভা।
- চেম্বার অব ডেপুটিজ: গ্রিসের আইনসভা।
- পিথু ইটার্ড: মায়ানমারের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- নেসেট: ইসরায়েলের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- স্টারটিং: নরওয়ের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- সাবোর: ক্রোয়েশিয়ার আইনসভা।
উৎস: i) WorldAtlas.
ii) Central Intelligence Agency (.gov).
0
Updated: 5 months ago
ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা?
Created: 1 week ago
A
BTRC
B
BRTC
C
BRTA
D
BSTI
0
Updated: 1 week ago
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে জড়িত?
Created: 2 weeks ago
A
IMF
B
WTO
C
NATO
D
OIC
উরুগুয়ে রাউন্ড হলো একটি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার পর্ব, যা গ্যাটের আওতায় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ১৯৯৫ সালে WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা)-এর সৃষ্টি হয়। তাই উরুগুয়ে রাউন্ড WTO-র সাথে সংশ্লিষ্ট।
0
Updated: 2 weeks ago
স্যার ফজলে হাসান আবেদ নিম্নের কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
Created: 2 months ago
A
আশা
B
ব্র্যাক
C
বার্ড
D
বর্ণিত সবগুলো
স্যার ফজলে হাসান আবেদ
-
জন্ম: ২৭ এপ্রিল ১৯৩৬, হবিগঞ্জের বানিয়াচং গ্রামে।
-
মৃত্যু: ২০ ডিসেম্বর ২০১৯।
-
পরিচিতি: বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক (BRAC)-এর প্রতিষ্ঠাতা।
ব্র্যাক প্রতিষ্ঠা ও লক্ষ্য
-
শরণার্থীদের সহায়তায় উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যাক গড়ে তোলেন।
-
লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন।
-
ব্র্যাক বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করছে।
সম্মাননা ও স্বীকৃতি
-
২০১০: প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ নাইট উপাধি (Knight Commander of St. Michael and St. George)।
-
২০২৫: সমাজসেবায় অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার।
-
সম্মানসূচক ডিগ্রি:
-
প্রিন্সটন ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০১৪)
-
অক্সফোর্ড ইউনিভার্সিটি – ডক্টর অব লেটার্স (২০০৯)
-
কলাম্বিয়া ইউনিভার্সিটি – ডক্টর অব লজ (২০০৮)
-
ইয়েল ইউনিভার্সিটি – ডক্টরেট অব হিউমেন লেটার্স (২০০৭)
-
সংশ্লিষ্ট ব্যক্তিত্ব
-
আশা এনজিওর প্রতিষ্ঠাতা: সফিকুল হক চৌধুরী।
-
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতা: ড. আখতার হামিদ খান।
0
Updated: 2 months ago