A
Ernest Hemingway
B
John Keats
C
Samuel Johnson
D
Ben Jonson
উত্তরের বিবরণ
John Keats (১৭৯৫–১৮২১) ইংরেজ রোমান্টিক যুগের ‘Poet of Beauty’ নামে পরিচিত কবি। তাঁর কবিতায় জীবন্ত চিত্রকল্প, ইন্দ্রিয়গ্রাহ্য আবেদন এবং শাস্ত্রীয় উপাখ্যানের মাধ্যমে দার্শনিক প্রকাশ দেখা যায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
বিখ্যাত রচনা: On First Looking into Chapman’s Homer, Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Endymion।

0
Updated: 2 weeks ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
According to Sidney, what makes poetry special?
Created: 3 months ago
A
Its strict grammar
B
Its religious message
C
Its power to teach and move the heart
D
Its long tradition
Sidney বলেছেন, কবিতার বিশেষত্ব তার শিক্ষাদান এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতায়। কবিতা শুধু তথ্য দেয় না, এটি পাঠকদের অনুভূতিতে স্পর্শ করে এবং তাদের ভালো মানুষ হতে সাহায্য করে। তাই কবিতার আসল মূল্য এর শিক্ষামূলক ও প্রভাবশালী শক্তিতে। গ্রামার বা ঐতিহ্যের চেয়ে এই ক্ষমতা Sidney বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 3 months ago
Absalom and Achitophel is written by -
Created: 2 weeks ago
A
Alexander Pope
B
John Dryden
C
Jonathan Swift
D
Samuel Johnson
Absalom and Achitophel হল একটি কবিতা, রচিত John Dryden দ্বারা।
Absalom and Achitophel
-
প্রকাশিত হয় 1681 সালে।
-
এটি একটি verse satire বা ব্যঙ্গাত্মক রূপক কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets-এ।
John Dryden
-
Restoration Period এর একজন বিশিষ্ট লেখক।
-
একাধারে English poet, dramatist, এবং literary critic।
উল্লেখযোগ্য রচনা
-
Absalom and Achitophel
-
Annus Mirabilis
-
Astraea Redux
-
The Essay of Dramatic Poesy
-
All for Love

0
Updated: 2 weeks ago