A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
উত্তরের বিবরণ
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 2 weeks ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 2 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 weeks ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 6 days ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 6 days ago
The Jungle Book was written by -
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Rudyard Kipling
C
Ernest Hemingway
D
E. M Forster

0
Updated: 2 weeks ago