Lady Chatterley's Lover ব্রিটিশ লেখক D. H. Lawrence রচিত একটি বিতর্কিত উপন্যাস, প্রথম প্রকাশ ১৯২৮ সালে (ইংল্যান্ডে পূর্ণাঙ্গ প্রকাশ ১৯৩২, যুক্তরাষ্ট্রে ১৯৫৯, লন্ডনে ১৯৬০)। কাহিনিতে উচ্চবিত্ত লেডি চ্যাটারলি (কনস্টান্স) ও তার নিম্নবিত্ত স্বামী-অধীনস্থ কর্মচারী অলিভার মেলরসের প্রেমের মাধ্যমে সামাজিক শ্রেণিভেদ ও আবেগপ্রবণ সম্পর্কের সংঘাত ফুটে উঠেছে। প্রধান চরিত্র—Lady Chatterley, Oliver Mellors, Sir Clifford Chatterley, Mrs. Bolton, Michaelis।
D. H. Lawrence (David Herbert Lawrence) আধুনিক যুগের প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক, যিনি মানব অনুভূতি, যৌনতা ও সম্পর্কের জটিলতা সাহিত্যে তুলে ধরেছেন। তাঁর বিখ্যাত রচনার মধ্যে রয়েছে Lady Chatterley’s Lover, Sons and Lovers, The Rainbow, Women in Love, The White Peacock ইত্যাদি।
উত্তর: ক)