"All's Well That Ends Well" was written by which famous playwright?
A
Francis Bacon
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
All's Well That Ends Well উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি নাটক (১৬০১–০৫), যার কাহিনি Giovanni Boccaccio-র Decameron থেকে নেওয়া। নায়িকা হেলেনা, এক চিকিৎসকের কন্যা, কাউন্ট বার্ট্রামের প্রেমে পড়ে। রাজাকে সুস্থ করে হেলেনা পুরস্কার হিসেবে বার্ট্রামকে বিয়ে করে, কিন্তু বার্ট্রাম পালিয়ে যায় ও শর্ত দেয় আংটি এবং সন্তান হলে তাকে স্ত্রী মানবে। হেলেনা ছদ্মবেশে চালাকি করে শর্ত পূরণ করে, শেষে বার্ট্রাম তাকে মেনে নেয়।
William Shakespeare (১৫৬৪–১৬১৬) ইংল্যান্ডের কবি, নাট্যকার ও অভিনেতা, “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত। তাঁর রচনা ভাষার উৎকর্ষ, গভীর মানবিকতা ও নাট্যশৈলীর জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
বিখ্যাত নাটক: A Midsummer Night’s Dream, All’s Well That Ends Well, Antony and Cleopatra, Hamlet, Macbeth, Othello, King Lear, The Tempest ইত্যাদি।
উত্তর: গ) William Shakespeare

0
Updated: 2 months ago
What is Sidney’s final message about poetry?
Created: 5 months ago
A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 5 months ago
O' Henry is a/an -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
British author
D
French author
O. Henry একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্প লেখক এবং Modern Period-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক। তাঁর আসল নাম William Sydney Porter, তবে সাহিত্য জগতে তিনি O. Henry নামেই বেশি পরিচিত। তাঁকে বলা হয় “the short-story writer whose tales romanticized the commonplace”, বিশেষ করে নিউইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন কল্পনাপ্রবণভাবে তুলে ধরায়। তাঁর সাহিত্যে নিউইয়র্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নতুন মাত্রায় চিত্রিত হয়েছে।
O. Henry-এর উল্লেখযোগ্য রচনা:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
Sixes and Sevens
-
Roads of Destiny
-
Cabbage and Kings
-
The Four Million
-
The Voice of the City
উৎস:

0
Updated: 1 month ago
Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
Created: 3 weeks ago
A
with finishing
B
finishing
C
finish
D
finished
Complete Sentence: We helped him finish the work.
-
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি।
-
Causative Verb:
-
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়
-
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make
-
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায়
-
-
Structure of Help as a Causative Verb:
-
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension
-
-
Example:
-
We have to help her find her keys
-
-
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয়

0
Updated: 2 weeks ago