What is
the subject of My Last Duchess?
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 weeks ago
A
The conflict between art and religion
B
The pursuit of fame through artistic achievement
C
The importance of material wealth in life
D
The inevitability of fate in human life
Fra Lippo Lippi কবিতায় প্রধান থিম হলো শিল্প এবং ধর্মের মধ্যে সংঘাত। ফ্রা লিপ্পো, একজন সন্ন্যাসী এবং শিল্পী, ধর্মের প্রতি তার আনুগত্য এবং তার শিল্পের প্রতি গভীর আবেগের মধ্যে একটি দ্বন্দ্বে বন্দী।সে বিশ্বাস করে যে, শিল্প ও ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু ধর্মের কঠোর নিয়মাবলি তার সৃজনশীলতার সাথে সংঘর্ষে পড়ে।
কবি এখানে শিল্পী এবং ধর্মীয় আদর্শের মধ্যে মানসিক টানাপোড়েনের চিত্র তুলে ধরেছেন, যেখানে শিল্পী তার স্বাধীন সৃজনশীলতার জন্য সংগ্রাম করে এবং ধর্মের শাসনের মধ্যে আটকা পড়ে।

0
Updated: 2 weeks ago
In My Last Duchess, what is the Duke's attitude towards power and control?
Created: 2 weeks ago
A
He feels powerless in his relationship with the Duchess
B
He is indifferent to the idea of controlling others
C
He believes that controlling others is a sign of strength and authority
D
He regrets having so much power over the Duchess
My Last Duchess কবিতায়, ডিউক তার ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা অনুভব করেন। তিনি তার স্ত্রীর প্রতি তার অতি নিয়ন্ত্রণ এবং তার মনোভাবের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান। ডিউক মনে করেন যে, তার স্ত্রীর প্রতি শাসন এবং তাকে নিয়ন্ত্রণ করা তার শক্তি এবং কর্তৃত্বের প্রতীক।
তার স্ত্রীর হাসিমুখ এবং মিষ্টি আচরণকে তিনি এক ধরনের দুর্বলতা হিসেবে দেখেন, যেগুলি তার অধিকার এবং ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। ডিউক এখানে একটি নেতৃস্থানীয় চরিত্র হিসেবে ক্ষমতার প্রতি তার বিশ্বাস এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

0
Updated: 2 weeks ago
What Renaissance idea does Lippo’s philosophy represent?
Created: 1 month ago
A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago