Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Why do letters in Hardy’s novels function as fate-determining elements in the plot?
Created: 1 month ago
A
They are mere ornaments
B
They always arrive early
C
Their misplacement/mistiming redirects moral outcomes (e.g., Tess’s confession letter)
D
They are legal confessions in court
চিঠি এখানে ‘বস্তুনিষ্ঠ নিয়তি’র হাতিয়ার। টেসের স্বীকারোক্তির চিঠি কার্পেটে আটকে যাওয়া—স্রেফ লজিস্টিক ত্রুটি; কিন্তু ফল অনির্বচনীয়: সত্য জানার সুযোগ হারায় অ্যাঞ্জেল; বিয়ের পর সঙ্কট বিস্ফোরিত হয়।
আবার তথ্য-পৌঁছনোর সময়চ্যুতি প্লটকে ভুল পথে চালায়। হার্ডি বোঝান—মানবিক সততা/ইচ্ছা যথেষ্ট নয়; বাস্তব জগতের জড়-প্রক্রিয়া (মেইল, সময়, স্থান) নৈতিক ভবিষ্যৎও বদলে দিতে পারে। এ এক ধরণের আধুনিক বোধ—যেখানে ‘সিস্টেমিক কন্টিনজেন্সি’ মানুষের নিয়তি লিখে ফেলে।

0
Updated: 1 month ago
Why does Angel choose Tess over Mercy Chant?
Created: 1 month ago
A
Tess is richer
B
He is attracted to Tess’s purity and natural beauty
C
He wants revenge on his parents
D
He dislikes religion
Angel Clare Mercy Chant-কে না বেছে টেসকে বিয়ে করেন। কারণ টেসের মধ্যে তিনি খুঁজে পান প্রকৃতির সৌন্দর্য, সততা এবং একধরনের আধ্যাত্মিক পবিত্রতা। যদিও সমাজ টেসকে কলঙ্কিত করে, Angel প্রথমে তাকে "pure" মনে করেন।
Hardy এখানে দেখাতে চান, প্রকৃত ভালোবাসা সমাজের নিয়মকে উপেক্ষা করতে পারে। তবে Angel শেষ পর্যন্ত টেসকে ছেড়ে যায়, যা তার ভণ্ডামি ও দ্বিচারিতা প্রকাশ করে।

1
Updated: 1 month ago
Why is Tess’s life often called a “tragedy of fate”?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago