Which poet is known for “The Waste Land”?
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 1 month ago
What phrase shows mechanical repetition in society in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
“Hurry up please, it’s time”
B
“Once more into the breach”
C
“Never again shall we meet”
D
“Endless night forevermore”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে পাবের ভেতরে মহিলারা বারবার বলে — “Hurry up please it’s time.” এটি বার–বন্ধের সময়ের ঘোষণা। Eliot এটিকে প্রতীক করেছেন সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির। মানুষের জীবনে সময় কেবল মেকানিকাল নিয়মে চলে, আবেগ নেই।

0
Updated: 2 weeks ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।

0
Updated: 1 month ago