What is the main theme of Fra Lippo Lippi?
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How does Rabbi Ben Ezra view the relationship between youth and age in the poem?
Created: 2 weeks ago
A
Youth is the most important part of life, and age is irrelevant
B
Youth is a time for selfishness, while age is a time for reflection
C
Youth is a period of freedom, while age is a burden
D
Age provides wisdom and should be valued more than youth
Rabbi Ben Ezra কবিতায়, রাব্বি বেন আজরা জীবনের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে এক ধরনের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সম্পর্কিত করেন। তিনি মনে করেন যে, বয়সের সাথে আসা জ্ঞান এবং অভিজ্ঞতা তরুণত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। যুবকরা একদিকে জীবনকে সারা পৃথিবীজুড়ে মুক্তভাবে দেখে, কিন্তু বয়সে এসে একজন মানুষ জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে।
কবিতায়, রাব্বি বেন আজরা জানাচ্ছেন যে, বয়সের সাথে যে জ্ঞান অর্জিত হয়, তা তরুণত্বের আনন্দের থেকে অনেক বেশি মূল্যবান। জীবনের পরিপূর্ণতা আসলে আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞানের সঞ্চয়ে নিহিত।

0
Updated: 2 weeks ago
What is the central theme of Rabbi Ben Ezra?
Created: 2 weeks ago
A
The pursuit of worldly success
B
The value of youth and its fleeting nature
C
The acceptance of ageing and the search for spiritual fulfilment
D
The importance of material wealth in life
Rabbi Ben Ezra কবিতার প্রধান থিম হলো বয়সের প্রতি গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক পূর্ণতার সন্ধান। কবি এখানে জানাচ্ছেন যে, বয়স বাড়ানোর সাথে সাথে একে একটি চিরস্থায়ী চক্র হিসেবে গ্রহণ করা উচিত, যেখানে জীবনটির উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, বরং আধ্যাত্মিক বিকাশে নিহিত থাকে।
রাব্বি বেন আজরা জীবনের শেষের দিকে আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করার জন্য আহ্বান জানান, যেখানে গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা প্রাধান্য পায়।

0
Updated: 2 weeks ago
Who is Fra Lippo Lippi in Browning’s poem?
Created: 2 weeks ago
A
A merchant
B
A monk and painter
C
A soldier
D
A wandering poet
Fra Lippo Lippi – Robert Browning
সঠিক উত্তর: খ) A monk and painter
About the Poem:
-
“Fra Lippo Lippi” হলো Robert Browning রচিত একটি dramatic monologue, যেখানে বক্তা নিজেই Fra Lippo Lippi, এক জন মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী।
-
কবিতাটি blank verse (অলংকরণহীন আইয়াম্বিক পেন্টামিটার) এ লেখা।
-
এটি ১৫শ শতকের ফ্লোরেন্সের এক বাস্তব জীবনের শিল্পীর (Fra Filippo Lippi) জীবন ও শিল্পদর্শনের উপর ভিত্তি করে রচিত।
Theme and Analysis:
-
Fra Lippo Lippi মঠের সন্ন্যাসী হলেও তার মূল আগ্রহ ছিল মানুষের বাস্তব জীবন ও সৌন্দর্য চিত্রায়ণ করা।
-
সে বিশ্বাস করত, শিল্প বাস্তবতাকে প্রতিফলিত করা উচিত, কেবলমাত্র ধর্মীয় আদর্শ নয়।
-
কবিতায় দেখা যায় তার দ্বন্দ্ব — একদিকে ধর্মীয় কর্তব্য, অন্যদিকে শিল্পীর স্বাধীনতা ও বাস্তব জীবনের আকর্ষণ।
-
Browning এর মাধ্যমে Fra Lippo Lippi হয়ে ওঠে এক মানবতাবাদী ও বাস্তববাদী শিল্পীর প্রতীক, যিনি মানুষের জীবনের সৌন্দর্য ও সত্যকে অস্বীকার করতে পারেন না।
About Robert Browning (1812–1889):
-
Victorian যুগের একজন প্রখ্যাত ইংরেজ কবি।
-
তাঁর রচনায় dramatic monologue, psychological insight ও character portrayal বিশেষভাবে প্রশংসিত।
-
স্ত্রী: Elizabeth Barrett Browning (একইভাবে বিখ্যাত কবি)।
-
তাঁর কাব্যভাষা ছিল জটিল, তীক্ষ্ণ এবং দার্শনিক।
Notable Works:
Poems:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
The Pied Piper of Hamelin
-
Men and Women
-
Bishop Blougram’s Apology
-
Andrea del Sarto
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
Drama:
-
Pippa Passes

0
Updated: 2 weeks ago